মেছুয়া বাজারে বিধ্বংসী আগুন। একটি হোটেলে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। প্রাণ বাঁচাতে হোটেলের জানলা দিয়েই ঝাঁপ এক কর্মীর। ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের আওয়াজ আসছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।
আরও পড়ুন: ভারতীয় সেনাকে ‘ফ্রি হ্যান্ড’ দিলেন মোদী; পহেলগাঁও হামলার জবাব হবে সাঙ্ঘাতিক
জানা যাচ্ছে, মঙ্গলবার মেছুয়ার ফলবাজারে অবস্থিত সংশ্লিষ্ট ওই হোটেলে আগুন ধরে যায়। এলাকাবাসীর কথায়, পুরো হোটেলেই ভর্তি অতিথিরা। প্রাণ বাঁচাতে দুই ব্যক্তি জানলার কার্নিশে উঠে গিয়েছেন। নিচ থেকে মাইকিং করে বলা হচ্ছে, ‘কেউ ঝাঁপ দেবেন না। মই নিয়ে আসা হচ্ছে।’ এ দিকে, জানা যাচ্ছে, আগুন ছড়িয়ে পড়েছে হোটের ছ’তলার বিভিন্ন ফ্লোরে। ছাদের উপরেও আটকে রয়েছেন অনেকে। মই দিয়ে ইতিমধ্যে অনেককে নামিয়ে আনা হয়েছে। গ্যাস কাটার দিয়ে গ্রিল কাটা হচ্ছে।
আরও পড়ুন: চূড়ান্ত তৎপরতা দিল্লিতে! আলাদা করে অমিত শায়ের সঙ্গে বৈঠকে মোদি, এলেন মোহন ভাগবত
প্রত্যক্ষদর্শী পবনভাই বলেন, “এক ঘণ্টা ধরে আগুন জ্বলছে। হোটেলের এক কর্মী আগুন লাগার পরই ঝাঁপ মেরেছে। অনেক লোক এখনও ভিতরে রয়েছে।”
ছাদের উপরে যাঁরা রয়েছেন, তাঁদের কাছে পৌঁছে যাচ্ছে মই। উপরে যারা আটকে আছে তারা ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছেন।