Sunday, 3 August, 2025
3 August, 25
Homeরাজ্যThe Bus Is On Fire: বাস এ আগুন, চাঞ্চল্য এলাকা জুড়ে

The Bus Is On Fire: বাস এ আগুন, চাঞ্চল্য এলাকা জুড়ে

জখম হয়েছেন গাড়ির চালক

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

ময়নাগুড়িতে সরকারি বাসে আগুন।

আরও পড়ুন: মায়াপুরের যোগপীঠে গৌর জয়ন্তী মহোৎসব

যখন বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে তখন বাসস্তি চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য দাঁড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ভয়ে বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২ জন মহিলা সহ বেশ কয়েকজন যাত্রী আঘাত পান। এছাড়াও আগুনের কারণে জখম হয়েছেন গাড়ির চালক। কিছু যাত্রী বাসের জানালা দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচেন। প্রচন্ড আগুনে বাসটি পুরোপুরি পুড়ে গিয়েছে।

বাসের ৫৫ জন যাত্রী অল্পের জন্য রক্ষা পান। তবে হুট করে আগুন লেগে যাওয়ার কারণে হুড়হুড়ি পড়ে যায়। দাউ দাউ করে আগুন লেগে যাওয়ায় হই চৈ পড়ে যায়। পরের তিনটি দমকল এসে অবস্থা আয়ত্বে নিয়ে আসে।

এই মুহূর্তে

আরও পড়ুন