নিজস্ব প্রতিনিধি, যশপাল সিং; ত্রিপুরা:
গুঞ্জনেই পড়লো সিলমোহর! অবশেষে রাজধানীর পুষ্পবন্ত প্রসাদেই হচ্ছে তাজ হোটেল। বিনিময়ে এডিসি প্রশাসন পাচ্ছে ২৫৮ কোটি, এবং ২০০ চাকরি তাজ হোটেল গ্রুপে।
আরও পড়ুন: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ! ‘মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায়’ স্কুটি প্রদান
তিপ্রা মথার নেতৃত্বের সাথে আলোচনা হয়েছে। তাঁরা যে ইস্যগুলি তুলেছিলেন সেই গুলো নিয়ে কথা হয়েছে। মথা নেতৃত্বের সাথে আলোচনার পর তাঁদের সম্মতি মিলেছে, তারপরেই IHCL এর সাথে রাজ্য সরকারের মৌ স্বাক্ষর হয়েছে। পুরোনো রাজভবনে পাঁচতারা হোটেল গড়ে ওঠার বিষয়ে মৌ- স্বাক্ষরের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
আরও পড়ুন: খড়দায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুন
অবশেষে আইএইচসিএল-তাজ (টাটা গ্রুপ) কর্তৃক হোটেল স্থাপন এবং তিপ্রাসাদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিপ্রা মোথা পার্টির বিবৃতি প্রকাশ্যে এলো। তিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মাকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি এবং স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও পরে তিনি সোশ্যাল মিডিয়ায় চুক্তির কৃতিত্ব দাবি করে বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারব। এটি আগের চেয়ে অনেক বেশি অর্জনের আরেকটি উদাহরণ। আমাদের জনগণ, তাদের ভবিষ্যতের জন্য এবং আদিবাসীদের অনুভূতি রক্ষার জন্য দাবি এবং আলোচনা কেবল তখনই সম্ভব যখন আমরা একটি বৃহত্তর লক্ষ্যের জন্য একত্রিত হই।’ ত্রিপুরা সরকার খুমুলওয়াং-এ একটি নতুন প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ করেছে, যা পর্যটন খাতে কর্মসংস্থান এবং আদিবাসী যুবকদের জন্য সুযোগ তৈরি করবে। এর জন্য টাটা টেকনোলজিসের সাথে অংশীদারিত্বে TTAADC-এর অধীনে সাতটি ITI-কে আপগ্রেড করা হবে, যার ফলে বার্ষিক ২০০০-এরও বেশি শিক্ষার্থী বহুজাতিক কোম্পানিতে চাকরি পাবে।