Wednesday, 15 October, 2025
15 October
HomeদেশFreedom Sale: সুবর্ণ সুযোগ! ফ্রিডম সেলে ধামাকা; আজ রাত ১২টা বাজতেই শুরু 

Freedom Sale: সুবর্ণ সুযোগ! ফ্রিডম সেলে ধামাকা; আজ রাত ১২টা বাজতেই শুরু 

সংস্থার তরফে এখনও পর্যন্ত কিছু জানানো না হলেও টিজারেই খানিকটা স্পষ্ট যে কোন কোন হ্যান্ডসেটে মিলবে বিশেষ ছাড়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পুজোর আগে নতুন স্মার্টফোন কেনার প্ল্যান। কিংবা অ্যান্ড্রয়েড ছেড়ে হাতে তুলে নিতে চান আইফোন? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। ৩১ জুলাই রাত ১২টা বাজতেই শুরু হচ্ছে ফ্লিপকার্ট ফ্রিডম সেল। আর সেখানেই একগুচ্ছ স্মার্টফোনে মিলবে আকর্ষণীয় ছাড়।

আরও পড়ুনঃ কেউ কথা রাখে না! এ প্রমাণ ঝুড়ি ঝুড়ি; চিনবেন কীভাবে ভুয়ো প্রেমিক বা প্রেমিকা?

আজ মধ্যরাত থেকে ফ্রিডম সেলে স্মার্টফোন কিনে নিতে পারবেন প্লাস এবং ভিআইপি মেম্বাররা। আর বাকিদের জন্য এই অফার শুরু ১ আগস্ট। সংস্থার তরফে এখনও পর্যন্ত কিছু জানানো না হলেও টিজারেই খানিকটা স্পষ্ট যে কোন কোন হ্যান্ডসেটে মিলবে বিশেষ ছাড়। আইফোন ১৬, মোট এড ৬০ ফিউশন, স্যামসাং গ্যালাক্সি S24 FE এবং নাথিং ফোন 3a পাওয়া যাবে তুলনামূলক সস্তায়। এখানেই শেষ নয়, নতুন ফোনে ডিসকাউন্টের পাশাপাশি ফ্ল্যাশ সেল এবং এক্সচেঞ্জেও থাকবে আকর্ষণীয় অফার।

প্লাস এবং ভিআইপি মেম্বাররা ঘোষিত অফারের পাশাপাশি ফ্লিপকার্ট সুপার কয়েন রিডিম করে পেয়ে যাবেন ১০ শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট। এছাড়া বেশ কিছু ব্যাঙ্কের কার্ডে কেনাকাটার উপর পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।

আরও পড়ুনঃ ‘এবার কত দেব? ৯০… ৯৫…’, বলেই ১ লাখ ১০ হাজার; ২৬ এর আগে কল্পতরু মমতা

দাঁড়ান, রয়েছে আরও চমক। এই ই-কমার্স সাইটে আলাদা-আলাদা অফারের মোট ৭৮টি শপিং উইনডো খুলে যাবে চোখের সামনে। এই যেমন ধরুন ফ্রিডম ডিলস, রাশ আওয়ার, টিকটক, এক্সচেঞ্জ অফার, বাম্পার আওয়ারের মতো নানা দুর্দান্ত অফার থেকে রাখিবন্ধন উপলক্ষেও কিনে নিতে পারবেন প্রয়োজনের জিনিসটি। তাহলে আর দেরি কেন! নিজের পুরনো মোবাইলটি আকর্ষণীয় মূল্য বিক্রি করে পুজোর আগেই কিনে ফেলুন ব্র্যান্ড নিউ স্মার্টফোন।

এই মুহূর্তে

আরও পড়ুন