Tuesday, 16 September, 2025
16 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গPurulia: পুরুলিয়া মানবাজারের মাকড়কেন্দিতে মহিলা ছৌ সংস্কৃতি মেলার সূচনা

Purulia: পুরুলিয়া মানবাজারের মাকড়কেন্দিতে মহিলা ছৌ সংস্কৃতি মেলার সূচনা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সঞ্জয় সিং মাহাতো , পুরুলিয়া:

প্রথমবার পুরুলিয়া জেলার মহিলা ছৌ শিল্পীদের নিয়ে তিন দিন ব্যাপী মহিলা ছৌ সংস্কৃতি মেলার আয়োজন করা হয় মানবাজার থানার মাকড়কেন্দি গ্রামে। শুক্রবার এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো, গীতাঞ্জলি মাহাতো, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু, নবকিশোর পরামানিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: Google Gemini: এসে গেছে Google Gemini 2.0

জানা যায়, উনিশটি মহিলা ছৌ নাচের দল অংশগ্রহণ করছে এই মেলায়। মহিলা শিল্পীদের একযোগে নৃত্য সহকারে মেলার সূচনা হয়।

আরও পড়ুন: Artificial Intelligence:  ‘অমৃত ইন্টালিজেন্স’? সেটা আবার কী?

এই মেলার উদ্যোক্তাদের পক্ষে সন্দীপ কুমার মাহাতো বলেন, পুরুলিয়া জেলার মহিলা ছৌ শিল্পীদের নিয়ে এই প্রথমবার এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী দিনে পুরুলিয়া জেলার মেয়েদের ছৌ নাচে উৎসাহিত করতে এবং সমস্ত মহিলা ছৌ শিল্পীদের একত্রিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও এদিন টুসু গীত ও নাচ পরিবেশন করেন মহিলারা।

এই মুহূর্তে

আরও পড়ুন