Friday, 4 July, 2025
4 July, 2025
Homeউত্তরবঙ্গKurshoong: কার্শিয়াংয়ের ডাউহিলকে ‘নো প্লাস্টিক জোন’ ঘোষণা

Kurshoong: কার্শিয়াংয়ের ডাউহিলকে ‘নো প্লাস্টিক জোন’ ঘোষণা

কার্শিয়াংয়ে পরিবেশ সংরক্ষণ, আবর্জনা নিয়ন্ত্রণ এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই কার্শিয়াংয়ের ডাউহিলকে নো প্লাস্টিক জোন ঘোষণা করা হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

কার্শিয়াংয়ের ডাউহিলকে ‘নো প্লাস্টিক জোন’ ঘোষণা করল বন দপ্তর। বৃহস্পতিবার কার্শিয়াংয়ে পরিবেশ সংরক্ষণ, আবর্জনা নিয়ন্ত্রণ এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই কার্শিয়াংয়ের ডাউহিলকে নো প্লাস্টিক জোন ঘোষণা করা হয়।

বন দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে ডাউহিলে প্লাস্টিক নিয়ন্ত্রণের কাজ করবে যৌথ বন পরিচালন সমিতি। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সমিতির সঙ্গে বন দপ্তরের এ দিন একটি মউ সাক্ষরিত হয়।

আরও পড়ুন: গোঘাটে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা! গেল প্রাণ! হাসপাতালে ২০

বন দপ্তরের সংগ্রহ করা প্লাস্টিকজাত আবর্জনা নিয়ে প্রক্রিয়াকরণের কাজ করবে পঞ্চায়েত সমিতি। পর্যটকেরা যাতে ডাইহিলের যত্রতত্র প্লাস্টিকজাত আবর্জনা না ফেলেন সে জন্য গাড়িচালকদের কাপড়ের ব্যাগ বহন করতে হবে।

সমস্ত প্লাস্টিকজাত আবর্জনা ওই ব্যাগে করে নোংরা ফেলার জায়গায় নিয়ে ফেলতে হবে। চিপসের প্যাকেটও আর বহন করতে পারবেন না পর্যটকেরা। তাঁদেরও কাগজের ব্যাগ দেওয়া হবে। তার মধ্যে প্যাকেট থেকে বার করা চিপস রাখতে হবে। আর চিপসের প্যাকেট বনকর্মীদের হাতে জমা দিতে হবে।

কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পান্ডে বলেন, ‘কার্শিয়াংয়ের পরিবেশ এখন নানা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপাতত এই এলাকার সমস্ত ঝোরাগুলিকে পুনর্জীবন দেওয়ার পরিকল্পনা হয়েছে।

আরও পড়ুন: “জিষ্ণুবাবু”; দুই স্কুল, লাইব্রেরিয়ান একজনই! সমস্যার শেষ নেই

পাশাপাশি, এই এলাকাকে নো প্লাস্টিক জোন ঘোষণা করা হয়েছে। এ কাজে যৌথ বন পরিচালন সমিতি, পঞ্চায়েত সমিতিও বন দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে।’

অনুষ্ঠানে জিটিএ চিফ অনীত থাপা বলেন, ‘জিটিএ ডাউহিলের পরিবেশ রক্ষায় সমস্ত রকম ভাবে সহায়তা প্রদান করবে।’ স্থানীয় যুবকদের জীবিকাগত প্রশিক্ষণ দিতে কাজের ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা হয়েছে জিটিএ’র।

এই মুহূর্তে

আরও পড়ুন