বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সোমবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এই তথ্য দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গিয়েছেন। রোববার রাত থেকে অতি সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ ২০২৬-এ নন্দীগ্রাম থেকে লড়বেন? বড় ইঙ্গিত অভিষেকের
রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-এ (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন খালেদা জিয়া। সোমবার দুপুর আড়াইটে নাগাদ হাসপাতালের সামনে দাঁড়িয়েই দলনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানান আজম খান। তিনি বলেন, “গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে। বলার মতো কোনও কন্ডিশনে এখনও তিনি আসেননি। গোটা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।”
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মেডিক্যাল রিপোর্ট জানান বিএনপির ভাইস চেয়ারম্যান। জানান, “বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট, যা–ই বলেন। আমি এগুলোর বাইরে বলব যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন।” খালেদার চিকিৎসায় আমেরিকা এবং ইংল্যান্ডের চিকিৎসকেরা সাহায্য করেছিলেন। বর্তমানের চিনের চিকিৎসকদের থেকেও পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান আজম খান।
আরও পড়ুনঃ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুভেন্দু, উত্তাল পরিস্থিতি
গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। লিভারের সমস্যা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক জটিলতা ছিল তাঁর।
গত বৃহস্পতিবার বিএনপির তরফে জানানো হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে এখনই দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়।









