ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেন প্রয়াত। কিডনির সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে চিকিৎসা চলছিল। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তাঁর পুত্র তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন দিল্লিতে। সোমবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তিনি।
আরও পড়ুনঃ পার্টির ভাবমূর্তিতে আঘাত! বেসুরো কাউন্সিলর দিলীপকে শোকজ তৃণমূলের
জেএমএম প্রধানের বয়স হয়েছিল ৮১ বছর। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কিডনির সমস্যা নিয়ে তাঁকে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয় গত জুন মাসের শেষ সপ্তাহে। সেই থেকে হাসপাতালেই ছিলেন। ২ অগস্ট জানা যায়, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সোমবার সকালে হেমন্ত সমাজমাধ্যমে দু’টি লাইন লিখে বাবার মৃত্যুসংবাদ জানান। লেখেন, ‘‘শ্রদ্ধেয় দিশোম গুরুজি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি শূন্য হয়ে গেলাম।’’
আরও পড়ুনঃ লখিন্দরের দেহ ভেলায় চাপিয়ে নদীতে পাড়ি দিয়েছিলেন বেহুলা; উন্নয়নের বাংলায় লজ্জার ছবি
দিল্লির ওই হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার বুলেটিন দিয়ে জানিয়েছেন, সকাল ৮টা ৫৬ মিনিটে শিবু সোরেনের মৃত্যু হয়েছে। দীর্ঘ দিন ধরে ভুগছিলেন তিনি। কিডনির অসুখ ছিল। এ ছাড়া মাস দেড়েক আগে তাঁর স্ট্রোক হয়েছিল। গত এক মাস ধরে শিবুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
২০০৫ সালে প্রথম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবু। ১০ দিনের জন্য ওই পদে ছিলেন। পরে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ঝাড়খণ্ডের রাজনীতিতে প্রথম থেকে ‘গুরুজি’ নামেই পরিচিত ছিলেন শিবু। ঝাড়খণ্ড আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি। মূলত তাঁর আন্দোলনেই ২০০০ সালে বিহার ভেঙে আলাদা রাজ্যের স্বীকৃতি পায় ঝাড়খণ্ড। কেন্দ্রের কয়লামন্ত্রীর পদে দায়িত্ব সামলেছেন শিবু। পরে কয়লা কেলেঙ্কারিতেও তাঁর নাম জড়িয়েছিল।