রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যে দিকে এগোচ্ছে তাতে যুদ্ধের ঝাঁঝ আরও বাড়তে পারে। এমনকী ২০২৬ সালে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করছে ফ্রান্স। আর সেই আশঙ্কা থেকেই ফরাসি প্রশাসন সেদেশের হাসপাতালগুলিকে ‘বড়সড় ঘটনা’র জন্য প্রস্তুত থাকতে বলেছে।
আরও পড়ুনঃ গোটা বিশ্বে শরগল, পদত্যাগ করবেন ট্রাম্প!
ফরাসি সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, গত ১৮ জুলাই এই মর্মে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে ফ্রান্সের প্রশাসন তাদের দেশের হাসপাতালগুলিকে ২০২৬ সালের মার্চের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে। যাতে বড় আকারের কোনও সংঘাতের ঘটনা ঘটলে আহত ফরাসি ও বিদেশি সৈন্যদের চিকিৎসা দেওয়া যায়।
আরও পড়ুনঃ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ; তিন জায়গায় বোমা বিস্ফোরণ
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক মনে করছে, দেশের মাটিতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এবং এমন পরিস্থিতিতে আহতদের সেবা দেওয়ার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে হবে। এমনকী ফ্রান্স সরকারও পরিস্থিতি পর্যালোচনা করে মনে করছে যে তাদের দেশ বড় আকারের সংঘাতের কেন্দ্রবিন্দু হতে পারে। তাই যুদ্ধের সময় ফরাসি এবং বিদেশি আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা জরুরি। পরিকল্পনা অনুযায়ী, ফ্রান্সে এমন চিকিৎসা কেন্দ্র তৈরি করা হবে যা দুই মাসের জন্য প্রতিদিন প্রায় ১০০ জন এবং সর্বোচ্চ সময়কালে-তিন দিনের জন্য প্রতিদিন ২৫০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা প্রদান করতে পারে।