Wednesday, 15 October, 2025
15 October
Homeসমস্তSiliguri: নিঃশুল্ক চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম...

Siliguri: নিঃশুল্ক চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

ইনার হুইলস্ অফ শিলিগুড়ি উত্তরায়ণ এর উদ্যোগে শিলিগুড়ি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা  ও স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।

আরও পড়ুন: চিনে নয়, বাংলাতেই রয়েছে রঙিন পাহাড়! হোলীতে যাবেন নাকি

আজকে ইনার হুইলস্ অফ শিলিগুড়ি উত্তরায়ণ এর উদ্যোগে শিলিগুড়ি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে  নিঃশুল্ক চক্ষু পরীক্ষা  ও স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। মেয়র এদিন   জানালেন  আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে এই ধরনের কাজ  সত্যি একটা আলাদা মর্যাদা রাখবে। যারা যারা চোখের পরীক্ষা করতে আসলেন, তারাও একটা ভালো দিনে সাক্ষী হয়ে থাকলেন। স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবির আজকের দিনে সত্যিই যথেষ্ট মূল্যবান। আজকের দিনে সবার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না, একবার এই দুটি পরীক্ষা করানোর। যারা উদ্যোক্তা  তাদের এই মহৎ উদ্যোগকে  আমি সাধুবাদ জানাই। এও বলি  যদি কোন ভাবে আমার সাহায্যের প্রয়োজন হয়, এবং শিলিগুড়ি পুরসভার সাহায্যে প্রয়োজন হয়  আমরা পাশে ছিলাম, আমরা পাশে আছি  এবং আমরা পাশে থাকবো।

আরও পড়ুন: ‘দাগি’ সিনেমার খবর দিলেন নিশো, নায়িকা দুজন

এখানে যেসব ডাক্তার  এবং মেডিকেলে কর্মরত কর্মীরা এসেছিলেন তাদেরও অসংখ্য অসংখ্য অভিনন্দন আমার তরফ থেকে,  এমন একটি দিনে এই উদ্যোগকে পাশে দাঁড়িয়ে  নিজেরাও সহায়তা করে করে গেলেন। একটা আলাদা অনুভূতি রেখে গেল, আজকে বিশ্ব মহিলা দিবস  যারা যারা আসলেন এবং যারা যারা কাজ করে গেলেন  সাথে আমরাও  এক অসাধারণ দিন কাটালাম , জানিয়ে দিলেন মেয়র গৌতম দেব।

এই মুহূর্তে

আরও পড়ুন