Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeরাজ্যSiliguri: এবার থেকে শিলিগুড়িতে বেসরকারি হোর্ডিং-এ বাংলা ভাষা, জানালেন গৌতম দেব

Siliguri: এবার থেকে শিলিগুড়িতে বেসরকারি হোর্ডিং-এ বাংলা ভাষা, জানালেন গৌতম দেব

বাংলা ভাষাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

এবার থেকে শিলিগুড়িতে বেসরকারি হোর্ডিং-এ বাংলা ভাষায় লিখতে হবে। মেয়র গৌতম দেব এই কথা জানিয়ে  জানালেন এটা বাধ্যতামূলক করা হচ্ছে।

আরও পড়ুন: Lataguri: টিকা দিতে গিয়ে মৃত্যু, ক্ষোভ লাটাগুরিতে

কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে  বিভিন্ন অবাঙালী প্রতিষ্ঠান হিন্দি এবং ইংরেজিতে লিখে রাখে তাদের হেডিং। অথচ তারা বাংলায় থাকছে এবং বাংলায় খাওয়া-দাওয়া করতে বসবাস করছে। কাজেই এবার তাদের ক্ষেত্রে বাংলায় হোর্ডিং লেখা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। যদি হোর্ডিং বাংলায় লেখা না হয় তাহলে সেই ক্ষেত্রে অন্য ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: Odisha: শিশুকে ৩০-৪০ বার গরম ছ্যাঁকা

বাংলা ভাষাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে বাইরে থেকে আসা বহিরাগত ব্যবসায়ীদের।

এই মুহূর্তে

আরও পড়ুন