Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeআবহাওয়াWest Bengal Weather: লেজে খেলাচ্ছে আবহাওয়া; আজ থেকে বাড়বে তাপমাত্রা,

West Bengal Weather: লেজে খেলাচ্ছে আবহাওয়া; আজ থেকে বাড়বে তাপমাত্রা,

আজ থেকেই আবহাওয়ার বদল। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক বিরাজ করবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও। এদিকে আগামী তিন দিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। তারপর বুধবার থেকে ফের পারদ নামবে। তার আগে শীতের আমেজ কমবে অনেকটাই।

আজ কলকাতা ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের শীতল হাওয়া আটকে। বঙ্গোপসাগর থেকে আগত পূবালী হাওয়ার প্রভাব রয়েছে। এর জেরেই পারদ চড়ছে।

আরও পড়ুন: Uttarpara: “গো-ব্যাক”, কী এমন ভুল করেন গায়িকা?

ওদিকে বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে ভোগাবে কুয়াশা। ভোর ও সকালের দিকে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমানে কুয়াশার প্রভাব থাকার সম্ভাবনা। তবে কোথাও কোনো সতর্কতা জারি হয়নি কুয়াশা নিয়ে।

আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ায় কার্যত উধাও হবে শীতের আমেজ। ৭ তারিখে পর থেকে তাপমাত্রা কমবে। সেই সময় স্বাভাবিকের কাছাকাছি যাবে তাপমাত্রা। তারপর থেকে আরও কিছুটা তাপমাত্রা পড়বে আস্তে আস্তে। এদিকে উত্তরবঙ্গে আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আরও পড়ুন: Bihar: হাত ধরে টানাটানি, ভোরবেলায় হুলুস্থুল

৭ তারিখ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে অবশ্য শুকনো থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে।

এই মুহূর্তে

আরও পড়ুন