Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeআন্তর্জাতিক নিউজPM Modi-Donald Trump: ‘চিরসখা হে...’ শ্রীকৃষ্ণ ট্রাম্পের ডাকে কাতর সাড়া দিলেন সুদামা মোদী

PM Modi-Donald Trump: ‘চিরসখা হে…’ শ্রীকৃষ্ণ ট্রাম্পের ডাকে কাতর সাড়া দিলেন সুদামা মোদী

ট্রাম্পের কাছ থেকে এই বার্তা পেয়ে জবাব দেন প্রধানমন্ত্রী মোদীও।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চিরসখা হে’ বার্তার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে মোদী ওই বার্তার জবাবে এক্সে লিখেছেন, তিনি ট্রাম্পের এই অনুভূতির ‘প্রগাঢ় প্রশংসা’ করছেন। দুজনের সম্পর্ক নিয়ে ‘মার্কিন প্রেসিডেন্টের আবেগের ইতিবাচক বিচার করার জন্য পরিপূর্ণ সাড়া দিতে প্রস্তুত’ সখা কৃষ্ণের পরমবন্ধু সুদামা মোদী।

আরও পড়ুনঃ উত্তপ্ত নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুর; আইন হাতে তুলে নিল সাধারণ মানুষ

ডোনাল্ড ট্রাম্পের শুল্কবোঝা চাপানোর পর থেকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদীর বন্ধুত্ব নিয়ে দীর্ঘ চর্চা হয়েছে। তারপর এই প্রথম দুই রাষ্ট্রনেতার বন্ধুত্ব প্রসঙ্গে প্রকাশ্যে মত প্রকাশ করলেন মোদী। তিনি বলেছেন, বৈশ্বিক সহযোগিতার জমিতে ভারত ও আমেরিকা খুবই সদর্থক এবং সর্বাত্মক ভবিষ্যৎ পরিকল্পনার অংশীদার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেন, নরেন্দ্র মোদী আমার খুব ভাল বন্ধু। আমাদের বন্ধুত্ব অটুট। শুল্ক বিবাদ নিয়ে ভারত-মার্কিন সম্পর্কের অচলাবস্থার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নিয়ে কৌতূহল তৈরি হয়। ভারতীয় সময় শনিবার ভোরে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, শুল্ক নিয়ে চলতি বিতর্কে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কের কোনও হেরফের হয়নি। তিনি মনে করিয়ে দেন, কয়েক মাস আগেই ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফর করেছেন।

আরও পড়ুনঃ মর্মান্তিক দুর্ঘটনা! জলঢাকায় তলিয়ে গেল SSB জওয়ান

শনিবার ভোরে মোদী সম্পর্কে মন্তব্য করার আগে ভারত-চিন-রাশিয়ার বন্ধুত্ব নিচে তির্যক প্রতিক্রিয়া দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চিনে সদ্য অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে এই তিন দেশের বোঝাপড়ার নয়া উদ্যোগকে ভালভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট। বলেছিলেন, ‘মনে হচ্ছে আমরা ভারত, রাশিয়াকে চিনের কাছে হারালাম।’ এই পোস্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের শি জিংপিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাসিমুখের ছবি জুড়ে দেন।

 

এই মুহূর্তে

আরও পড়ুন