Tuesday, 4 November, 2025
4 November
HomeদেশGanga: বিপজ্জনক পূর্বাভাস! পলি জমছে, বাড়ছে দূষণ, নাব্যতাও যাচ্ছে কমে; ক্রমেই ছোট...

Ganga: বিপজ্জনক পূর্বাভাস! পলি জমছে, বাড়ছে দূষণ, নাব্যতাও যাচ্ছে কমে; ক্রমেই ছোট হচ্ছে গঙ্গোত্রী, গঙ্গাপ্রাপ্তিই গঙ্গোত্রীর নিয়তি!

বছরে গড়ে ৩০০ মিটার সঙ্কুচিত হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গঙ্গায় পলি জমছে, গঙ্গার দূষণ বাড়ছে, গঙ্গার নাব্যতা কমে যাচ্ছে! এমন কতই কিছু শোনা যায়। তার জন্য কেন্দ্রের তরফে ‘নমামি গঙ্গে’ নামে প্রকল্প চালু হয়েছে। যে প্রকল্পে রাখা হবে ভারতের প্রধান নদীর খেয়াল।

আরও পড়ুনঃ ‘Course on Love’! ভালবাসার পাঠ দিতে গ্রাজুয়েশনে শুরু নতুন কোর্স

কিন্তু ধরুন যদি এমন জানা যায় গঙ্গোত্রী গলতে গলতে আকারে-আয়তনে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। বিপন্ন গোমুখ। তবে? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণোয়নের ফলে কিন্তু এমনটাই ঘটছে। কিলোমিটারের পর কিলোমিটার কমছে গঙ্গোত্রী। তবে কি গঙ্গাপ্রাপ্তিই গঙ্গোত্রীর নিয়তি? উঠছে প্রশ্ন

এই নিয়ে একাধিক গবেষণা হয়েছে, হচ্ছে। সবেতেই মিলছে বিপজ্জনক পূর্বাভাস। যেমন আইআইটি ইনদওরের রিসার্চ বলছে, বছরে গড়ে ৩০০ মিটার সঙ্কুচিত হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ।

আরও পড়ুনঃ বোনেরা প্রস্তুত; যমের দুয়ারে কাঁটা ফেলতে

সেই হিসেবে গত ১০ বছরে গঙ্গার উৎস এই হিমবাহর দৈর্ঘ্য কমেছে অন্তত তিন কিলোমিটার। হিমবাহ গলার হার অনেকটা বেড়ে গেলেও সেই বরফগলা জলের পুরোটা কিন্তু গঙ্গা পাচ্ছে না।

হিমবাহ-গলা জল ছড়িয়ে পড়ছে পাশের ক্যাচমেন্ট এরিয়ায়। ডেকে আনছে বন্যা। বদলে যাচ্ছে হিমা‍লয় পর্বতমালার দক্ষিণ ঢালে আবহাওয়া ও ভূপ্রকৃতির বিন্যাস। ভূ-তত্ত্ববিদ ও হাইড্রোলজিস্টদের মতে, গঙ্গোত্রী হিমবাহর দৈর্ঘ্য কমে যাওয়ার সঙ্গে গঙ্গানদীর স্রোতের সরাসরি সম্পর্ক রয়েছে। আর গঙ্গা যদি অস্তিত্বের সঙ্কটে পড়ে, তা হলে উত্তর ভারতের বিস্তীর্ণ সমভূমি এবং গঙ্গার ওপর নির্ভরশীল দেশের জনবসতির ৭০ শতাংশের ভবিষ্যৎ নিয়েই টানাটানি পড়ে যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ।

এই মুহূর্তে

আরও পড়ুন