কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
ফের একাধিক নাবালিকাকে উদ্ধার করা হল উত্তরবঙ্গে। পাচারের উদ্দেশে তাদের নেপাল থেকে বাংলায় আনা হয়েছিল বলে অনুমান পুলিশের। গাড়ি আটক হাতেনাতে ধরে ফেলা হয়। দার্জিলিং-এর নেপাল সংলগ্ন সীমান্ত থেকে ওই গাড়িটি আটক করা হয়। পাচারের আগে উদ্ধার করা হয়েছে। ভারত-নেপাল সীমান্ত থেকে গাড়িটিকে আটক করা হয়।
আরও পড়ুনঃ রাতভর গুলির লড়াই, ‘ফাঁদ’ শক্ত করা হচ্ছে, জানাল সেনা
উত্তরবঙ্গ থেকে এসএসবি উদ্ধার করেছে ওই নাবালিকাদের। প্রত্যেকেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। নেপাল থেকে নিয়ে আসা হয়েছিল তাদের। তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সূত্রের খবর, ভিনরাজ্যে কাজের নামে এদের নিয়ে যাওয়া হয়েছিল। শিলিগুড়ি থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে।
বিগত কিছুদিনের মধ্যেই পরপর পাচারের ঘটনা সামনে আসে উত্তরবঙ্গ থেকে। ৫৪ জনকে উদ্ধারের পর ফের ৩৪ জনকে উদ্ধার করা হয়। বাস ব্যবহার করে পাচার কাজ চালানো হচ্ছিল। জানা যায়, সাধারণ যাত্রী হিসেবেই অগ্রিম টিকিট কেটে বাসে উঠত পাচারকারীরা। বাসস্ট্যান্ডে এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে। চালক থেকে খালাসি কেউ তার আগে কিছু বুঝত না। এভাবেই দিনের পর দিন চলছিল পাচারচক্র!