Wednesday, 23 July, 2025
23 July, 25
Homeআন্তর্জাতিক নিউজYouTube: গুগল বন্ধ করল ১১ হাজার ইউটিউব চ্যানেল

YouTube: গুগল বন্ধ করল ১১ হাজার ইউটিউব চ্যানেল

সারা বিশ্বের সমস্ত ইউটিউব চ্যানেলের উপরই নজরদারি চালায় গুগলের ‘থ্রেট অ্যানালিসিস গ্রুপ’।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রায় ১১ হাজার ইউটিউব চ্যানেল বন্ধ করল গুগল। কেবল ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকেই এতগুলি চ্যানেল বন্ধ করা হল চিন, রাশিয়ার মতো দেশগুলির তরফে বিভ্রান্তিমূলক প্রচার চালানোর অভিযোগে। সিএনবিসির সাম্প্রতিক রিপোর্ট ও গুগলের অফিসিয়াল ব্লগে এমনটাই জানানো হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৭০০ চিন এবং ২ হাজার ২০০ রাশিয়ার মদতপুষ্ট চ্যানেল।

আরও পড়ুনঃ দাম্পত্যে ঝগড়া-অশান্তি লেগেই আছে? শোয়ার ঘরে ৫ বদল করলেই মুশকিল আসান

জানা গিয়েছে, চিনের মদতপুষ্ট ইউটিউব চ্যানেলগুলি মূল চিনা ও ইংরেজি ভাষায় শি জিনপিংয়ের প্রশস্তি এবং মার্কিন বিদেশ নীতির নিন্দা করত। অন্যদিকে রাশিয়ার মদতপুষ্ট চ্যানেলগুলির কাজ ছিল ইউক্রেন, ন্যাটো ও পশ্চিমী দেশগুলির সমালোচনায় রাশিয়ার হয়ে সাফাই দেওয়া। পাশাপাশি মস্কো প্রশাসনের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলির হয়েও কথা বলত এই সব চ্যানেল। বাকি চ্যানেলগুলির বিরুদ্ধে ইরান, আজারবাইজান, তুরস্ক, ইজরায়েল, রোমানিয়া ও ঘানার প্রশাসনের হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এবং ধর্মীয় ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। যার মধ্যে ইজরায়েল-গাজা ইস্যু যেমন রয়েছে, তেমনই রয়েছে অভ্যন্তরীণ নির্বাচন।

সব মিলিয়ে এপ্রিল, মে ও জুনের হিসেবে হাজার হাজার চ্যানেল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। বহু ডোমেনকে গুগল নিউজে যাতে দেখানো না হয় সে ব্যাপারেও পদক্ষেপ করা হয়েছে। এদের বিরুদ্ধে নির্দিষ্ট প্রোপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে। সারা বিশ্বের সমস্ত ইউটিউব চ্যানেলের উপরই নজরদারি চালায় গুগলের ‘থ্রেট অ্যানালিসিস গ্রুপ’। এর আগে কেবল মে মাসেই গুগল ২০টি ইউটিউব, চারটি বিজ্ঞাপনী অ্যাকাউন্ট ও একটি ব্লগ বন্ধ করে দিয়েছিল।

আরও পড়ুনঃ মাঝে ২ দিনের বিরতি দিয়ে ৪৮ ঘণ্টায় ঘোর দুর্যোগ বাংলায়

বলে রাখা ভালো, ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউবের জনপ্রিয়তা এখন তুঙ্গে। শুধু তাই নয়, সারা বিশ্বে এটি এখন রুটি-রুজি জোগাড়ের মাধ্যমও হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এবার ইউটিবারদের কাজকর্মে রাশ টানতে শুরু করেছে সংস্থাটি। ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে বদল এনেছে। নয়া এই নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা আর তাঁদের পুরনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না।

এই মুহূর্তে

আরও পড়ুন