দেবজিৎ মুখার্জি, কলকাতা:
যুগ যুগ ধরে সমাজ গড়ে তোলার ক্ষেত্রে এক বড় ভূমিকা পালন করেছে, বলতে গেলে এখনো পালন করে চলেছে, দৈনন্দিনের খবর। প্রতিনিয়তই আমরা সচেতন হচ্ছি খবরের মাধ্যমে। তবে লোকের দুয়ারে দুয়ারে রোজের খবর যাতে নির্বিঘ্নে পৌঁছায়, তার জন্য দিনরাত এক করে, সব বাধা উপেক্ষা করে, কাজ করেন সাংবাদিকরা।
আরও পড়ুনঃ ২০২২ সালের স্মৃতি উস্কে পরপর হড়পা বান, ফের বড় আশঙ্কা মাল নদীতে
জীবনের সবকিছু ত্যাগ করে তারা লড়াই করে সিস্টেমের সাথে যাতে আমরা ভালো, খারাপ, সবকিছুই জানতে পারি। এক কথায় বলতে গেলে, সাংবাদিকদের অবদান চরম।
তবে সমাজটা যেমন ‘চেন সিস্টেম’এ বাঁধা, তেমনি এই সংবাদ জগৎটাও ‘চেন সিস্টেম’এ জড়িয়ে। সমাজতাত্ত্বিক ভাষায় বলতে গেলে, সকলেই একে অপরের সঙ্গে ‘ইন্টাররিলেটেড’। সাংবাদিকরা যাতে সিস্টেমের পাশাপাশি ‘সোশ্যাল ইভিল’এর সাথেও লড়াই করে আগে এগিয়ে যেতে পারে এবং প্রতিটি নাগরিকের কাছে সমাজে চলতে থাকা খুঁটিনাটি সবকিছু তুলে ধরতে পারে বা, বলা ভালো, এক বড় বার্তা পৌঁছে দিতে পারে, তার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে চলেছে সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া ইনস্টিটিউটগুলিও।
আরও পড়ুনঃ উমার ‘ভান্ডানি’ রূপ! একাদশী তিথিতে অন্য দেবী বন্দনায় মেতে উঠবে রাজবংশী পরিবার
সাংবাদিকরা যাতে আরো একধাপ এগিয়ে থাকে এই প্রতিদ্বন্দ্বিতা ও লড়াইয়ের যুগে, তার জন্য এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক গোপাল চক্রবর্তী। সাংবাদিকতার ক্লাস দেওয়ার ক্ষেত্রে তিনি থাকবেন পরিচালনায়।
যেকোনও শাখার স্নাতকরা যোগাযোগ করতে পারেন তাঁর সাথে। যোগাযোগ করতে হলে ডায়াল করতে হবে ৭০৪৪১০৪৩৭২। সংবাদ ও সাংবাদিকতার ক্ষেত্রে আপনার যাবতীয় সব সমস্যার সমাধান মিলবে তাঁর থেকেই।