Friday, 17 October, 2025
17 October
Homeউত্তরবঙ্গGorumara National Park: এবারে সবাইকে অবাক করে দিয়ে একেবারেই আসা বন্ধ করলো...

Gorumara National Park: এবারে সবাইকে অবাক করে দিয়ে একেবারেই আসা বন্ধ করলো এই পরিযায়ী পাখি

বারে সবাইকে অবাক করে দিয়ে একেবারেই আসা বন্ধ করলো এই পরিযায়ী পাখি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি

প্রতিবছর গরুমারাতে, আসত প্রায় ১০ থেকে ১২ ধরনের বিদেশি পাখি। সাধারণত তাদের আসার সময় নভেম্বর থেকে ডিসেম্বর। কিন্তু এবারে সবাইকে অবাক করে দিয়ে একেবারেই আসা বন্ধ করলো এই পরিযায়ী পাখিগুলি।

আরও পড়ুন: Gautam Deb: শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের ‘ওয়ার্ড উৎসব’ এর শুভ সূচনা

তারা কোথা থেকে আসতো, জানতে না পারা গেলেও মনে করা হচ্ছে সুইডেন এবং অস্ট্রেলিয়া থেকেই বেশিরভাগ পাখি এসে পৌঁছাতো ভারতে। শুধুমাত্র এখানেই আসেনি তারা, সারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে তারা। এশিয়া মহাদেশ তাদের কাছে প্রচন্ড প্রিয়। প্রতিবছরই পরিযায়ী পাখি এসে ভিড় করে এশিয়ার মহাদেশে।

আরও পড়ুন: Target Siliguri: শিলিগুড়ি টার্গেট, কোন সময় আঘাত আসতে পারে

এশিয়া এসে বিভিন্ন দেশে তারা ছড়িয়ে যায়। সেই মতো তারা ভারতেও আছে এবং আসে, এবারও তার ব্যতিক্রম হলো না। তবে এবার সংখ্যায় অনেকটাই কম এসেছে পড়ে যায় পাখি। কেন এটা এখনো পর্যন্ত বুঝতে পারা যায়নি, তবে অন্যান্য দেশে ছড়িয়ে যেতে পারে বলেও অনুমান করছেন অনেকেই। কারণটা বোঝা যাবে আগামী বছর, জানালেন এক পাখি বিশেষজ্ঞ।

এই মুহূর্তে

আরও পড়ুন