কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
নেপালে অশান্তির কারণে এখনও কড়া সতর্কতা বাংলার পানিট্যাঙ্কি সীমান্তে। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। বুধবার সীমান্ত পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেখানে গেলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।
আরও পড়ুনঃ ‘দুর্দিনে সঙ্গে আছি, দায়িত্ব ছাড়ি না’! নেপালের পরিস্থিতি দেখে তবেই কলকাতায় ফিরবেন মমতা
বুধবার সকালে কলকাতা থেকে প্রথমে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছোন রাজ্যপাল। সেখান থেকে এসএসবি (সশস্ত্র সীমা বল)-র উত্তরবঙ্গের সদর কার্যালয় রানিডাঙায় যান তিনি। সেখানে এসএসবির উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এর পর সেখান থেকে রাজ্যপাল পানিট্যাঙ্কি সীমান্ত পরিদর্শনে যান। পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন সীমান্ত এলাকার স্থানীয় মানুষদের সঙ্গেও।
পরে রাজ্যপাল বোস বলেন, ‘‘এসএসবি খুব ভাল কাজ করছে। চিন্তার কোনও কারণ নেই। উদ্বেগের কোনও কারণ নেই। এসএসবি প্রয়োজনে নিজেদের মতো করে নিরাপত্তা বাড়িয়ে তা সুনিশ্চিত করবে। সীমান্তের নিরাপত্তা আমি খতিয়ে দেখলাম। এর পর স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রককে রিপোর্ট দিয়ে নিজের পর্যবেক্ষণ জানাব।’’
আরও পড়ুনঃ ‘চিন্তা করবেন না, ফিরিয়ে আনব’, আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্য দিকে, রাজ্যপাল যেতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ভারত-নেপাল সীমান্ত পরিদর্শনে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন, শিলিগুড়ির মেয়র গৌতম এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। সীমান্ত পরিদর্শনের পর উদয়ন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যথেষ্ট তৎপর। উনি নিজে বলেছেন, প্রয়োজনে উনি এখানে থাকবেন। আমরা পরিদর্শন করে গেলাম। তবে সীমান্ত বন্ধ থাকার সাধারণ মানুষের এবং ব্যবসায়ীদের ভাল ক্ষতি হচ্ছে। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। চিন্তার কোনও কারণ নেই।”


                                    
