Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশTripura: গ্রেটার তিপ্রাল্যান্ড’ বাংলাদেশ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে: প্রদ্যোত কিশোর দেববর্মা

Tripura: গ্রেটার তিপ্রাল্যান্ড’ বাংলাদেশ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে: প্রদ্যোত কিশোর দেববর্মা

কিশোর মানিক্য দেববর্মা সোমবার এক বিবৃতিতে জানান যে, গ্রেটার তিপ্রাল্যান্ড-এর ধারণা বাংলাদেশ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব প্রতিনিধি, যশপাল সিং, ত্রিপুরা:

তিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা এবং ত্রিপুরার রাজপরিবারের উত্তরসূরি প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা সোমবার এক বিবৃতিতে জানান যে, গ্রেটার তিপ্রাল্যান্ড-এর ধারণা বাংলাদেশ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে, কারণ সেখানে উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী জনগোষ্ঠী বাস করে।

আরও পড়ুন: এশিয়ান হাইওয়ের পাশে জমি লুট নকশালবাড়িতে

এক্স (পূর্বে টুইটার) নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা এক বিবৃতিতে প্রদ্যোত ভারতের সরকারকে আহ্বান জানান যাতে ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠী—রাজ্যের ভিতরে ও সীমান্তের ওপারে, বাংলাদেশে—উপযুক্ত ক্ষমতায়ন পায়। গাজায় চলমান সহিংসতার প্রেক্ষিতে বাংলাদেশে কেএফসি, পিৎজা হাট ও বাটা-র মতো আন্তর্জাতিক খুচরা দোকানে হামলার প্রতিবেদন প্রকাশের পর প্রদ্যোতের এই মন্তব্য আসে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি লেখেন, “শুধুমাত্র কাপুরুষরাই নিজেদের শক্তি প্রদর্শনের জন্য কেএফসি, পিৎজা হাট এবং বাটার ওপর হামলা করতে পারে।”

আরও পড়ুন: ১৫০০ পয়েন্টের বেশি উঠল সেনসেক্স! নববর্ষে বেশ স্বস্তিতে বিনিয়োগকারীরা

তিনি আরও বলেন, “বাংলাদেশে বহু মানুষ এসব আন্তর্জাতিক ব্যবসায় কাজ করেন কিংবা পশ্চিমা বাজারে পোশাক রপ্তানির শিল্পে অবদান রাখেন। এই মনোভাবই আমাদের উত্তর-পূর্ব ভারতে উদ্বিগ্ন করে তোলে, কারণ এ ধরনের মানুষজন আমাদের থেকে মাত্র কয়েক মাইল দূরে বসবাস করে এবং তারা চায় আমরা যেন চারদিক থেকে স্থলবেষ্টিত হয়ে পড়ি।”

নিজের অবস্থান পুনরায় স্পষ্ট করে প্রদ্যোত বলেন, “ভারতের সরকার আমাদের এবং আমাদের অঞ্চলের সেইসব জনগণের ক্ষমতায়নের ব্যবস্থা করুক, যারা বাংলাদেশে বসবাস করেন। গ্রেটার তিপ্রাল্যান্ড সীমান্তের ওপারেও সম্ভব, কারণ সেখানে আমাদের অনেক মানুষ বসবাস করছেন।”

এই মুহূর্তে

আরও পড়ুন