কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি
আজ সকালে পিছু ধাওয়া করে, দার্জিলিং পুলিশ দুজনকে আটক করে পনের কেজি গাঁজাসহ। আটক দুজনের বাড়ি দক্ষিণ দিনাজপুরে। দুজনেই বাঙালি। জানা গেছে দুজনেই শিলিগুড়ির প্রধান নগরে, বাড়ি ভাড়া করে থাকতেন।
আরও পড়ুন: West Bengal Weather: বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে
আজ সকালে তারা নেপাল হয়ে ফিরছিলেন বলে খবরে জানা গেছে। খবর পেয়েই ভোর রাত থেকে সেখানে পুলিশ পিকেটিং করা হয়। সন্দেহজনকদের জিজ্ঞাসাবাদ করা হয়। এবং গাড়ি আসতেই জিজ্ঞাসাবাদ করে আটক করে দার্জিলিং পুলিশ।
আরও পড়ুন: Today’s Horoscope: আজ 21 December, আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে
অভিযুক্তরা আরো জানিয়েছেন, শিলিগুড়িতে ৬ বছর ধরে তারা আছেন। এবং এখানেই তারা বাড়ি ভাড়া করে থাকেন। অবশেষে তাদের আটক করে নিজেদের হেফাজতে নিয়ে নেয় পুলিশ। যে রায় অভিযুক্তরা জানিয়েছেন, বেকার ছেলেদের পয়সার লোভ দেখিয়ে তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাঁজা পাচার করতেন।