Tuesday, 5 August, 2025
5 August, 25
Homeউত্তরবঙ্গDarjeeling: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেবক রেল প্রকল্পের ৭ নম্বর টানেলের সামনের দিকের...

Darjeeling: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেবক রেল প্রকল্পের ৭ নম্বর টানেলের সামনের দিকের বিশাল গার্ড ওয়াল

২০২৬ সালের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

গত কয়েকদিনের প্রবল বর্ষণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেবক থেকে রংপু রেল প্রকল্পের ৭ নম্বর টানেলের সামনের দিকের বিশাল গার্ড ওয়াল। গতকালই গার্ড ওয়ালে ফাটল লক্ষ্য করেছিলেন স্থানীয়রা। মঙ্গলবার সকালেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্লোপ প্রোটেকশন ওয়ালটি।

সেবক থেকে প্রতিবেশী রাজ্য সিকিমের সঙ্গে রেলপথে যোগাযোগের জন্য জোর কদমে কাজ চলছে। ২০২৬ সালের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পটি নির্মাণ করছে ইরকন নামক একটি সংস্থা। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন বৃষ্টির কারণে পাহাড়ের পাথর ও মাটি নরম হয়েই এই গার্ডওয়াল ভেঙে পড়ে।

আরও পড়ুনঃ Z ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা! উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রকও

গত কয়েক দিনের লাগাতার বর্ষণে বেহাল অবস্থা সেবক থেকে সিকিম ও কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক। বর্তমানে বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত সিকিম-বাংলা লাইফলাইন। শনিবার নতুন করে ধস নামে ১০ মাইলের তারখোলা ও শ্বেতিঝোরা এলাকায়। পাহাড়ের উপর থেকে জাতীয় সড়কে বোল্ডার আছড়ে পড়ে একাধিক জায়গায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিম এবং সিকিম থেকে কালিম্পং, যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপদের কথা মাথায় রেখে রাস্তাটি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মেঘ ভাঙা বৃষ্টি, জলের তীব্র স্রোত, ভয়ঙ্কর অবস্থা উত্তর কাশীর

জানা গিয়েছে, আগামী ৬ অগাস্ট সন্ধ্যে পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে শিলিগুড়ি থেকে সরাসরি সিকিম ও কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10)। রবিবার ঘোষণা করে দেওয়া হয়েছে। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভলমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।

সিকিম প্রশাসন সূত্রে খবর, ধসের কারণে রংপো থেকে শিলিগুড়ি রাস্তা শ্বেতিঝোরায় অবরুদ্ধ হয়ে রয়েছে। রংপো থেকে মুনসং-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটিতে ধস রয়েছে। এবার নির্মিয়মাণ রেলপথেও ধস নামল।

এই মুহূর্তে

আরও পড়ুন