Wednesday, 15 October, 2025
15 October
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাGuru Purnima: আজ গুরুপূর্ণিমা, জীবনের প্রথম গুরু মা-বাবা

Guru Purnima: আজ গুরুপূর্ণিমা, জীবনের প্রথম গুরু মা-বাবা

আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরুপূর্ণিমা হিসেবে পালিত হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

যিনি আমাদের শিক্ষা দেন, তিনিই গুরু। ভারতীয় সমাজে গুরুর বিশেষ স্থান রয়েছে। গুরুকে শ্রদ্ধা নিবেদন করার দিন হল গুরুপূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরুপূর্ণিমা হিসেবে পালিত হয়।

আরও পড়ুন: কর্মীদের কাছে ‘ইনস্ট্রাকশন’! জানেন না মুখ্যমন্ত্রী-মুখ্যসচিব

আমাদের জীবনে শিক্ষক বা গুরুর ভূমিকাকে স্মরণ করা ও তাঁদের শ্রদ্ধা জানানোর দিন হল গুরুপূর্ণিমা। হিন্দুধর্ম ছাড়া বৌদ্ধধর্ম এবং জৈনধর্মেও গুরুপূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভারত, নেপাল ও অন্য বৌদ্ধ দেশগুলিতে গুরুপূর্ণিমা পালিত হয়। সংস্কৃতে ‘গু’ শব্দের অর্থ অন্ধকার এবং ‘রু’ শব্দের অর্থ দূর করা। অর্থাৎ যিনি আমাদের মনের অন্ধকার দূর করেন, তিনিই প্রকৃত গুরু। গুরু আমাদের আত্ম উপলব্ধি করতে সাহায্য সাহায্য করেন। তাই গুরুপূর্ণিমা আসলে নিজেকে চেনার দিন।

হিন্দুধর্ম অনুসারে মহর্ষি বেদব্যাসকে আদিগুরু বলা হয়ে থাকে। আষাঢ় পূর্ণিমা তিথিতেই তাঁর জন্ম হয়েছিল বলে মনে করা হয়। সেই কারণে এই পূর্ণিমা তিথি গুরুপূর্ণিমা হিসেবে পালিত হয়। গুরুপূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। মহর্ষি বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন নামেও পরিচিত। বৈদিক জ্ঞানকে তিনিই ঋগবেদ, সামবেদ, যর্জুবেদ ও অথর্ববেদের চারটি খণ্ডে পুঁথিবদ্ধ করেন। মহাভারতের রচয়িতাও তিনি।

আরও পড়ুন: মানচিত্র বিভ্রাট! বিহার হয়ে গেল বাংলা!  

উপহার নিয়ে গুরুর সঙ্গে দেখা করুন। তাঁর হাতে উপহার তুলে দিয়ে পা ছুঁয়ে প্রণাম করুন ও গুরুর আশীর্বাদ নিন। যদি একান্তই গুরুর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব না হয়, তাহলে ফোনে কথা বলে নিন। এ দিন দরিদ্রসেবা ও ধ্যান করা বিশেষ জরুরি।

কী ভাবে গুরুপূর্ণিমায় শুভেচ্ছা জানাবেন, তার কয়েকটি বার্তা এখানে তুলে ধরা হল।

  • গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর/গুরুরেব পরমব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শুভ গুরুপূর্ণিমা।
  • জীবনের প্রথম গুরু মা-বাবা। তাই গুরুপূর্ণিমার এই পুণ্যতিথিতে মা-বাবাকে প্রথম শুভেচ্ছা জানাই। শুভ গুরু পূর্ণিমা।
  • জীবনের প্রতি ধাপে, আমায় শিক্ষা ও জ্ঞান দান করেছেন। আপনাকে এই গুরুপূর্ণিমার শুভ তিথিতে অনেক শুভ কামনা জানাই।
  • অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছে আপনিই। আজ গুরুপূর্ণিমার পুণ্য লগ্নে আপনাকে জানাই শুভেচ্ছা ও প্রণাম।
  • আমার জীবনের প্রতিটি সাফল্যের পেছনে আপনার শিক্ষা ও সহানুভূতির ভূমিমা অনস্বীকার্য। গুরুপূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা।

গুরুপূর্ণিমায় নারায়ণের আরাধনা করারও রীতি প্রচলিত আছে। গুরুপূর্ণিমা তিথি শুরু হবে ১০ জুলাই রাত ১টা ৩৬ মিনিটে এবং পূর্ণিমা তিথির অবসান হবে ১১ জুলাই রাত ২টো ৬ মিনিটে।

এই মুহূর্তে

আরও পড়ুন