রাজ্যে SIR নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি মাসেই আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, আগামী ১৭ সেপ্টেম্বর বাংলায় পৌঁছতে পারেন তিনি। জেলা পরিদর্শনও করবেন বলে জানা গিয়েছে। ফলে রাজনৈতিক মহলের অনেকেরই ধারণা, অক্টোবরেই রাজ্যে শুরু হয়ে যেতে পারে SIR প্রক্রিয়া।
রাজ্য সরকারের তরফে আগে থেকেই দাবি করা হয়েছিল, SIR-এ নাগরিকত্বের প্রমাণ হিসেবে স্বাস্থ্য সাথী কার্ড-কেও স্বীকৃতি দেওয়া হোক। ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ পন্থ এ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে জানানো হয়েছিল, আধার ও রেশন কার্ডের পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ডকেও নাগরিকত্বের নথি হিসেবে যুক্ত করা হোক। তবে নির্বাচন কমিশন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে।
আরও পড়ুনঃ চাপে ইজরায়েল! স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে ভোট দিল ভারত
ওয়াকিবহাল মহলের মতে, বিহারের পর এবার দেশজুড়ে SIR চালু করার পথে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রস্তুতি সেরে ফেলতে হবে। অক্টোবরে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। তার পরই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
বুধবার দেশের সব রাজ্যের CEO-দের নিয়ে বৈঠকে বসেছিলেন জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেই নির্দেশ দেওয়া হয়েছে, পাঁচটি রাজ্যে—পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পন্ডিচেরি—আগামী বছরে ভোট। ফলে এই রাজ্যগুলিতেই আগে SIR শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।
বাংলায় পৌঁছতে পারেন তিনি । জেলা পরিদর্শনও করবেন বলে জানা গিয়েছে। ফলে রাজনৈতিক মহলের অনেকেরই ধারণা, অক্টোবরেই রাজ্যে শুরু হয়ে যেতে পারে SIR প্রক্রিয়া।
রাজ্য সরকারের তরফে আগে থেকেই দাবি করা হয়েছিল, SIR-এ নাগরিকত্বের প্রমাণ হিসেবে স্বাস্থ্য সাথী কার্ড-কেও স্বীকৃতি দেওয়া হোক। ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ পন্থ এ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে জানানো হয়েছিল, আধার ও রেশন কার্ডের পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ডকেও নাগরিকত্বের নথি হিসেবে যুক্ত করা হোক। তবে নির্বাচন কমিশন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে।
আরও পড়ুনঃ 3D এয়ার সার্ভিল্যান্স রাডার! শক্তি বাড়াচ্ছে ভারতীয় নৌসেনা
ওয়াকিবহাল মহলের মতে, বিহারের পর এবার দেশজুড়ে SIR চালু করার পথে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রস্তুতি সেরে ফেলতে হবে। অক্টোবরে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। তার পরই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
বুধবার দেশের সব রাজ্যের CEO-দের নিয়ে বৈঠকে বসেছিলেন জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেই নির্দেশ দেওয়া হয়েছে, পাঁচটি রাজ্যে—পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পন্ডিচেরি—আগামী বছরে ভোট। ফলে এই রাজ্যগুলিতেই আগে SIR শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।