কলকাতার কসবায় আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়ে শোরগোলের মধ্যে এ বার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে জিম প্রশিক্ষকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পরুনঃ বাধ্য হয়ে চরম সিদ্ধান্ত তৃণমূল নেতার; আলু চাষ নিয়ে কী কাণ্ড
তরুণীর অভিযোগ, অভিযুক্ত জিম প্রশিক্ষক তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধরও করেন। তরুণীর বক্তব্য, তাঁর সঙ্গে এক বন্ধুও ছিলেন ঘটনাস্থলে। তিনি তরুণীকে বাঁচানোর চেষ্টা করলে, তাঁকেও মারধর করা হয়। মেরে সেই যুবকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও পরুনঃ ফের না-জানিয়ে জল ছাড়া, খারাপ হচ্ছে পরিস্থিতি
তরুণী সংবাদমাধ্যমে জানান, ঘটনার পর তিনি কোনও ক্রমে সেখান থেকে বন্ধুকে নিয়ে বেরোন। তার পরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন ওই জিম প্রশিক্ষকের বিরুদ্ধে। এর পরেই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।