ভিনরাজ্যে বাঙালিদের উপর একের পর এক হেনস্থার অভিযোগে সরব হল তৃণমূল। কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলির নীরবতা ঘিরে এবার সরাসরি রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ১৬ জুলাই, মঙ্গলবার, কলকাতায় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে মিছিল। বেলা ১টা নাগাদ শুরু হওয়ার কথা কর্মসূচির।
এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ওইদিন শুধু কলকাতাই নয়, রাজ্যের জেলাগুলিতেও তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি চলবে। তিনি জানান, “বাংলায় কথা বললেই আজ ভিনরাজ্যে হেনস্থা হতে হচ্ছে। বাংলা ভাষা বললেই অপমান, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি! এটা কি ভারত?”
ভিনরাজ্যে বাঙালিদের উপর একের পর এক হেনস্থার অভিযোগে সরব হল তৃণমূল (TMC protest)। কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলির নীরবতা ঘিরে এবার সরাসরি রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পরুনঃ ঘূর্ণাবর্তের ভ্রুকুটি; চেনা ছন্দে বর্ষা, টানা বৃষ্টি
আগামী ১৬ জুলাই, মঙ্গলবার, কলকাতায় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে মিছিল। বেলা ১টা নাগাদ শুরু হওয়ার কথা কর্মসূচির।
এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ওইদিন শুধু কলকাতাই নয়, রাজ্যের জেলাগুলিতেও তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি চলবে। তিনি জানান, “বাংলায় কথা বললেই আজ ভিনরাজ্যে হেনস্থা হতে হচ্ছে। বাংলা ভাষা বললেই অপমান, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি! এটা কি ভারত?”
চন্দ্রিমার দাবি, বারবার কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার পরেও কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। উলটে যারা এই অপরাধ করছে, তাদের মদত দিচ্ছে বিজেপি-শাসিত সরকার।
তাঁর অভিযোগ, অসমে এক কোচবিহারের মহিলা বিয়ে করে গিয়ে এনআরসি থেকে বাদ পড়েছেন। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে তাঁকে। চন্দ্রিমা বলেন, “ওঁর দাম্পত্য জীবনকে অপমান করা হল। এটা এক ধরনের জাতিবিদ্বেষ। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”
আরও পড়ুনঃ ঘন ঘন যাতায়াত নয়; বাংলায় ঘাঁটি গাড়তে চলেছেন শাহ
সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আদমশুমারির প্রসঙ্গে মন্তব্য করেন, যাঁরা নিজেদের মাতৃভাষা বাংলা বলছেন, তাঁরা নাকি ‘বাংলাদেশি’। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের মতে, এটা সরাসরি বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের অপমান।
এই পরিস্থিতিতে প্রতিবাদে নেতৃত্ব দিতে আগামী মঙ্গলবার কলকাতার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, হাওড়া, দমদম, সল্টলেক ও ভাঙড় সহ একাধিক এলাকা থেকে তৃণমূলের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেবেন। বার্তা দেওয়া হবে— বাংলা ও বাঙালিকে অপমান করলে রাস্তায় জবাব দেবে তৃণমূল।