কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শুভাশিস বোস মোহনবাগানের বর্তমান অধিনায়ক। আজ দুপুরে তিনি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এসে পৌঁছান।
আরও পড়ুন: প্রত্যাঘাত চাইছে দেশবাসী, জরুরি বৈঠক; থাকতে পারেন ডোভালও
তাকে দেখে মোহনবাগান সমর্থকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। জয় মোহনবাগান ধ্বনিতে তখন গোটা স্টেডিয়াম মুখরিত হয়ে গেছে। শুভাশিস মাঠে ঢুকে মোহনবাগান জনতার অভিবাদন গ্রহণ করেন। তিনি জানান আমাদের ক্লাব এখন দুর্দান্ত ফুটবল খেলছে। সবাই প্রচন্ড ফার্মে আছে। গোটা দলটা একটা পরিবারের মতো হয়ে গেছে। সাথে আছে মোহনবাগান কর্মকর্তা এবং সমর্থকেরা। সবাই বলে সমর্থকরা দলের ১২নম্বর খেলোয়াড়। আর আমিও ব্যক্তিগতভাবে সেটাই মনে করি। শিলিগুড়িতে আমি এর আগেও এসেছি। এখানে বহু উদয়মান খেলোয়ার আছে। মোহনবাগান সমর্থক এখানেও প্রচুর আছে আমি জানি।
আরও পড়ুন: ৩০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ
আগামীতে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ হলো আমি অবশ্যই আসবো জানালেন শুভাশিস।কাঞ্চননগর স্টেডিয়াম মাঠ আন্তর্জাতিক মানের হয়ে গেছে প্রায়। আরো একটু পরিকাঠামো দরকার। তবে সবকিছু ঠিকঠাক চলবে জানালেন শুভাশিস।যাওয়ার আগে বলে গেলেন আমি আবার আসবো এই মাঠে।