নিজের ডায়বেটিক মেয়ের ইনসুলিন কেনার টাকাটুকুও আর ছিল না। চারদিক থেকে দেনা মেটানোর চাপ, মাথার ওপর কোটি টাকার ঋণের ভার! আর সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে কেঁদে ফেললেন এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। তার কিছুক্ষণের মধ্যেই নিজের অফিসে গুলি করে আত্মঘাতী হলেন তিনি।
ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যবসায়ীর নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে তাঁর অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডের বন্দুক দিয়েই আত্মহত্যা করেন তিনি।
আরও পড়ুন: ‘সর্বজনীন গণেশোৎসব’ এবার থেকে রাজ্য উৎসব; স্বীকৃতি মহারাষ্ট্র সরকারের
লাইভ ভিডিওতে দেখা যায়, অসহায়ভাবে সেলিব্রিটি, শিল্পপতি ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি। বলছেন, “মেয়ের ইনসুলিন কেনার মতো টাকাও নেই আমার কাছে… আমি আর পারছি না।” তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, ফেসবুক লাইভ ভিডিও দেখেই পুলিশকে খবর দেওয়া হয়। ছুটে যান আত্মীয়রাও। কিন্তু ততক্ষণে সব শেষ।
আরও পড়ুন: ৫ বছর পর সুবিচার; জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ-খুনে ৩ জনের ফাঁসি
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত কয়েক বছরে বিপুল ঋণে জর্জরিত পড়েছিলেন তিনি। একের পর এক প্রকল্পে লোকসান, বাজারে দেনার পরিমাণ পৌঁছেছিল কয়েক কোটি টাকায়। এই মানসিক চাপেই তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে পুলিশ।
এখন প্রশ্ন উঠছে, নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র তিনি কীভাবে ব্যবহার করলেন? সেই দিকেও নজর দিচ্ছে তদন্তকারীরা। ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।