কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
রাজ্য সরকার একেবারে শেষের পথে। এরা বকেয়া ডি এ দিতে পারে না, যোগ্যর কাছ থেকে চাকরি কেড়ে নেয়, আবার অনুদান দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলে গেছেন তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে শিলিগুড়িতে এসে থেকে এভাবেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
আরও পড়ুনঃ জাতীয় সম্মান! ঘোষিত হল ৭১ তম জাতীয় পুরস্কার
তিনি জানালেন রাজ্য আর সরকার চালাতে পারছে না, অবিলম্বে ওদের সরে যাওয়া উচিত। মানুষের বিরক্তি উৎপন্ন করেছে ওরা, আর ওরা জেনেই গেছে ওরা থাকবে না। তাই এভাবেই ওদের চলে যেতে হবে। আগামী বছর নির্বাচন, এই নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে। এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানালেন বিজেপির নেতা নান্টু পাল, শংকর ঘোষ সহ বিজেপির অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
আরও পড়ুনঃ দখলে পার্ক সার্কাস স্টেশন; শমীকের প্রশ্নে জবাব দিলেন রেলমন্ত্রী
এদিন সুকান্ত মজুমদার আরো জানালেন একের পর এক ভুল করে রাজ্য সরকার নিজেরাই রাস্তায় চলে গেছে। এদের আর কিছু ঠিক হবে না। মানুষ বুঝে গেছে, ঠিক কি ভুল এরা করেছে। তাই এবার প্রায়শ্চিত্ত করার পালা। আর সেটা তৃণমূল সরকার হাড়ে হাড়ে টের পাবে।