একসময় আড়িয়াদহের ত্রাস ছিল জয়ন্ত সিং। তাঁর ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সাধারণ মানুষকে অত্যাচারের একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাঁকে। তবে শুধুই তাঁর কীর্তি নয়, সেই সময় শিরোনামে উঠে এসেছিল জয়ন্তের প্রাসাদোপম বাড়ি। কাচে মোড়া বারান্দা, বিলাসবহুল অন্দরমহল। সেই বাড়িই এবার গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আট সপ্তাহ অর্থাৎ দু’মাসের মধ্যে ওই বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িটি বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে আগেই অভিযোগ ওঠে। এবার আট সপ্তাহের মধ্যে কামারহাটি পুরসভাকে বাড়ি ভাঙার অনুমতি দেওয়া হল।
আরও পড়ুন: শশী পাঁজা, অতীন ঘোষরা কোথায় বসবেন! অফিসই নেই তৃণমূলের, বৈঠক হবে কোথায়?
কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমরা শুনেছি হাইকোর্টের নির্দেশ। ৮ সপ্তাহের মধ্যে জয়ন্ত সিং-এর বাড়ি ভাঙার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতির পত্র হাতে পেলেই পুরসভার পক্ষ থেকে ভাঙার কাজ শুরু করা হবে।”
বাড়িটি যে শুধু বিলাসবহুল তাই নয়। বাড়িটির সামনেই রয়েছে একটা ডোবা। স্থানীয় বাসিন্দারা বলেছিলেন, ওটা আগে একটা পুকুর ছিল। সেই পুকুর বুজিয়েই বাড়ি বানানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পরে পুরসভার তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই জমির মালিকই অন্য কেউ। এ কথা সামনে আসার পর জয়ন্তের বাড়িতে নোটিস দেয় পুরসভা। আর এবার সেই বাড়ি ভাঙার জন্য শুরু হবে তোড়জোড়।