দুরন্ত সুপ্রাফাস্ট ট্রেনের সামনে মোটরবাইক! হাওড়া খড়গপুর শাখায় অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা। হাওড়া-বেঙ্গালুরু ১২২৪৫ দুরন্ত এক্সপ্রেস ট্রেন ভারতীয় রেলের সুপারফাস্ট ট্রেন পরিষেবার অংশ। এই ট্রেন দক্ষিণ পূর্ব শাখার হাওড়া জংশন থেকে বেঙ্গালুরুর চলাচল করে।
হাওড়া থেকে বেঙ্গালোর ১৯৩১ কিলোমিটার পথ। এই ট্রেন সকাল ১০:৪০ হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে রেনিগুন্টা, বিজয়ওয়াড়া, এবং ভুবনেশ্বরের মত কিছু স্টেশনে স্টপেজ হয়ে পরদিন বিকাল ৩:৫০ নাগাদ পৌঁছয় বেঙ্গালুরু স্টেশনে।
আরও পড়ুনঃ মিটল সর্বদলীয় বৈঠক, লাগল বাকবিতণ্ডা; ‘অসন্তুষ্ট’ মুখে বেরিয়ে এলেন অরূপ
সেই মতো শুক্রবার সকালে হাওড়া জংশন থেকে সুপারফাস্ট দুরন্ত এক্সপ্রেস যাত্রা শুরু করে বেঙ্গালুরু উদ্দেশে। হাওড়া থেকে ছেড়ে সাঁতরাগাছি, উলুবেড়িয়া হয়ে হাওড়া জেলার প্রান্তিক স্টেশন দেউলটি পার করছে, সময় তখন সকাল ১১ বেজে ৪১ মিনিট। হঠাৎ দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেনের সামনে রেল লাইনের উপর একটি বাইক।
ট্রেনের সামনে বাইক ঘর্ষণে জ্বলে ওঠে আগুন, ট্রেনের সামনে লাইনের উপর বাইক এই অবস্থায় বেশ কিছুটা এগিয়ে যায় ট্রেন। রেল কর্মীরাই আগুন নেভায়। বড়োসড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ঘটনাস্থল থেকে থেকে ১২:৩২ মিনিটে পুনরায় বেঙ্গালুরুর উদ্দেশে পাড়ি দেয় দুরন্ত এক্সপ্রেস।
আরও পড়ুনঃ লাগাতার হুমকি! নিরাপত্তাহীনতায় ভুগছেন কলেজেরই নিগৃহীত অধ্যাপক; প্রতিবাদে বাঁকুড়ার রাস্তায় বিজেপি
জানা গিয়েছে ওই স্থানে পারাপারের কোনও ক্রসিং ছিল না, অবৈধভাবে লাইন পেড়িয়ে যাবার সময় ট্রেন আসছে দেখে মাঝ রাস্তায় ট্রেন লাইনের উপর বাইক রেখে বাইক আরোহী পালায়। তার জেরেই দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস।



