ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। প্রাথমিকভাবে দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে দমকলের ইঞ্জিন আরও বাড়ানো হতে পারে। রাসায়নিক কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ‘আগে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং হত’, শালবনিতে বামেদের খোঁচা মমতার
ডোমজুড়ের একটি ফাঁকা এলাকার মধ্যে ONGC-র রাসায়নিক কারখানা। প্রচুর রাসায়নিক মজুত ছিল। মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে গোটা এলাকা। একে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ, সঙ্গে ঝোড়ো হাওয়ায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। যেহেতু লোকালয়ের বাইরে এই কারখানা, তাতে কিছুটা হলেও স্বস্তি দমকলকর্মীদের। নাহলে বড় কোনও বিপদের সম্ভাবনা থাকত।
আরও পড়ুন: চরম সমস্যায় গ্রাহকরা! বাড়িতে ডেলিভারি হবে না LPG সিলিন্ডার
তবে ফাঁকা এলাকার মধ্যেই কারখানার শ্রমিকরা ঘর বেঁধে থাকেন। তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইঞ্জিন আরও বাড়ানো হবে বলে খবর। কী থেকে আগুন লেগেছে, সেটাও এখনও স্পষ্ট নয়।