Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গSiliguri: হনুমান জয়ন্তীতে ভক্তদের ঢল, মন্দিরগুলোতে উপচে পড়া ভিড়!

Siliguri: হনুমান জয়ন্তীতে ভক্তদের ঢল, মন্দিরগুলোতে উপচে পড়া ভিড়!

পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন চোখে পড়ার মতো।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি

আজ, হনুমান জয়ন্তী উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন হনুমান মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল। শহরের বিধান মার্কেট এবং পাঞ্জাবি পাড়ার হনুমান মন্দির সহ অন্যান্য মন্দিরগুলিতে পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন চোখে পড়ার মতো।

প্রত্যেক ভক্তই সকাল থেকে লাড্ডু ও অন্যান্য মিষ্টি নিয়ে মন্দিরের দরজায় অপেক্ষা করছেন প্রিয় দেবতাকে পূজা নিবেদনের জন্য। হনুমান জয়ন্তী উপলক্ষে আজ সকাল থেকেই শহরের ফুলের দোকানগুলিতে ফুল কেনার হিড়িক পড়ে যায়।

শিলিগুড়িতে এমনিতেই হনুমান দেব অত্যন্ত জনপ্রিয়। প্রতি মঙ্গলবার মন্দিরগুলিতে ভক্তদের ভিড় লেগেই থাকে, তবে আজকের চিত্রটা যেন অন্যদিনের তুলনায় আরও বেশি। পুজো দেওয়ার জন্য মানুষের ঢল নেমেছে মন্দির চত্বরে।

ভক্তদের এই বাঁধভাঙা উৎসাহ ও উদ্দীপনাতেই স্পষ্ট, শিলিগুড়িতে হনুমান জয়ন্তী কতখানি গুরুত্বপূর্ণ এক উৎসব।

এই মুহূর্তে

আরও পড়ুন