Sunday, 10 August, 2025
10 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: পুলিশের বিরুদ্ধে অভিযোগ! শিলিগুড়ির ভিআইপি মোড়ে পথ অবরোধ

Siliguri: পুলিশের বিরুদ্ধে অভিযোগ! শিলিগুড়ির ভিআইপি মোড়ে পথ অবরোধ

এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের যথেষ্ট বিব্রত দেখা যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত; শিলিগুড়ি:

কুশল দাশগুপ্ত; শিলিগুড়ি:

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগর এলাকা। গত একমাস ধরে সেই এলাকায় তাণ্ডব চলছে দুষ্কৃতিদের। তিনগুণ বেড়ে গেছে তোলাবাজী আনাগোনা বেড়েই চলেছে এলাকার দুষ্কৃতিদের। এলাকার স্থানীয় মানুষেরা জানিয়েছেন অধিকাংশই বহিরাগত, তিন এবং রাতে দুবেলাই চলছে জুয়া এবং মদ। বিশেষ করে দিনের বেলা যেভাবে মদ্যপান চলছে স্থানীয় মানুষেরা জানিয়েছেন যাতায়াত করতে দ্বিধাবোধ করেন তারা।

আরও পড়ুন: আষাঢ়ের বৃষ্টিতে সিক্ত হয়ে ঋতুমতী হয় ধরিত্রী, শুরু হয় অম্বুবাচী

গত সাত দিন ধরে তোলাবাজি আরো বেড়ে গিয়েছে ঠাকুরনগর এলাকায়। প্রয়োজন মত টাকা না দিলে, এবং তারা খুশি না হলে দেখে নেব এই ধরনের হুমকি চলছে। সূর্যের সীমা পার হয়ে যাওয়ায়, গত পরশু থেকেই ব্যবসায়ীরা  এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছেন। তারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার মীমাংসা হবে ততক্ষন খোলা হবে না। পরিস্থিতি সামাল দিতে আজ সকালে এলাকায় পৌঁছে গেছেন মেয়র গৌতম দেব।

আরও পড়ুন: শুরু অভিনব অভিযান; মাতাল ধরলেই ৫ হাজার!

গোটা ব্যাপারটা শুনে তিনি জানিয়েছেন প্রশাসন এইসব বরদাস্ত করবে না, যে বা যারাই দোষী হোক  শাস্তি পাবে। তিনি আজকে  ওই এলাকায় গিয়ে বাসিন্দাদের কথা শোনেন। এবং তিনি জানান  ব্যাপারটি প্রচন্ড দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক, প্রশাসন থাকতে এইসব চলবে না। যত দ্রুত পারা যায় আমি ব্যবস্থা নিচ্ছি।

এই মুহূর্তে

আরও পড়ুন