Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গMalda: মেয়র গৌতম দেব আজ শিলিগুড়ি মালদাতে

Malda: মেয়র গৌতম দেব আজ শিলিগুড়ি মালদাতে

বাবলা সরকার তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকেই  তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি

আজ সকালে দুষ্কৃতিদের হাতে নিহত হয়েছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল সরকার। তিনি মালদাতে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর ছিলেন। আজ সকালে তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে  তার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন  সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, সেখানে লুটিয়ে পড়েন তিনি  তাকে হাসপাতালে নিয়ে গেলে  ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: Jalpaiguri: শারীরিক প্রতিবন্ধটাও হেরে গেল তার কাছে

শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের রাজনৈতিক প্রধান মুখ মেয়র গৌতম দেব, যিনি বর্তমানে শিলিগুড়ির মেয়র  তিনি মালদা পৌঁছে  সোজা চলে গেলেন দুলাল সরকারের বাড়িতে। মেয়র জানালেন  এই ঘটনার সমবেদনা জানানোর ভাষা আমার নেই। বাবলা সরকার তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকেই  তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। তার কাজ  মানুষের চোখে লেগে গিয়েছিল।

আরও পড়ুন: Abhishek Banerjee: তুঙ্গে নতুন জল্পনা, মতের মিল নেই

তাইতো তাকে হয়তো মরতে হলো। মেও তার পরিবারের সাথে দেখা করেন এবং তাদের সান্তনা দেন। তিনি জানান যারাই থাকুক না কেন  ধরা তারা পড়বেই। এই জঘন্য নরকীয় কাজ  মেনে নেওয়া যায় না। আমি খবরটা শুনে  হতভম্ব এবং স্তম্ভিত হয়ে গেলাম। ভাবতেই পারছিনা, বাবলা আর নেই। ওর এইভাবে চলে যাওয়া , আমাদের কাছে এক বিশাল ক্ষতি। আমি পুলিশের কাছে অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন দোষীদের  হাতে নাতে ধরে। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচন্ড দুঃখিত, ওর পরিবারের কাছে আমার সমবেদনা জানানোর ভাষা নেই।

এই মুহূর্তে

আরও পড়ুন