Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গSukumar Bhaduri: আমি কর্মে বিশ্বাসী, তাই মানুষ এত ভালোবাসে আমায়

Sukumar Bhaduri: আমি কর্মে বিশ্বাসী, তাই মানুষ এত ভালোবাসে আমায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

আমি একজন পুরোহিত, তবুও আমি বিশ্বাস করি  কাজকে ভালোবাসি কাজকে। কারণ একজন মানুষের প্রকৃত প্রয়োজনই কাজ আর আমার কাছে কাজই ভগবান। জানালেন শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সুকুমার ভাদুড়ী। ৫০ বছরের উপরে  যিনি পুজো করে এসেছেন, এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষকতাও করাচ্ছেন। তিনি জানলেন  আমি মনে করি কোন কাজই ছোট নয়, কাজকে ভালবাসতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তে , আমি এটাই বুঝতে পেরেছি, যে কাজকে ভালবাসলেই সব পাওয়া যায়।

আরও পড়ুন: Siliguri: মাটির সাথে মিশে থাকতে চাই আমি জানালেন সায়ন্তন

সুকুমার ভাদুরি আরো জানান আমার জীবনে বহু ছাত্র-ছাত্রী এসেছে, প্রকৃত শিক্ষা আমি তাদের দিয়েছি। আমি কোনদিন ভাবিনি আমি একজন পুরোহিত, তাদের কাছে আমি শিক্ষক। আর আমি এটা মনে করি মানুষকে ভালবাসলেই ভগবানকে ভালোবাসা যায়। আমার ইচ্ছে আমার আকাঙ্ক্ষা আমি সব কাজের মধ্যে দিয়ে পালন করতে চেষ্টা করি। আমি ভাগ্যবান আমি আমার পরিবারকে, আমার পাশে সব সময় পেয়েছি যারা আমাকে সত্যিকারের উৎসাহ যুগিয়েছে, তাদের সাহায্য যদি আমি না পেতাম আজকে আমি কোনভাবে এই জায়গায় আসতে পারতাম না। আমি সারা বছরই ঘুরে বেড়াই, প্রচুর ধর্মীয় স্থান এবং প্রচুর কাজের জায়গায়। আমি বিশ্বাস করি একটাই কর্ময় জীবন, কাজ করলেই প্রকৃতভাবে জীবনের উপলব্ধি পাওয়া যায়। আমি আমার দুই সন্তানকে সেভাবেই মানুষ করেছি।

আরও পড়ুন: Earthquak at Siliguri: শীতের ভোরে চমকে গেলেন মানুষ, অন্যান্য জায়গার মতো কাঁপলো শিলিগুড়িও

দুজনেই তাদের ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত। তাই আমার কাছে প্রতিষ্ঠা এবং কাজ অনেক অনেক বড় সম্মান। জানালেন সুকুমার ভাদুরি। ভগবানের আশীর্বাদ তো আমার সাথে আছেই, তার সাথে আছে মানুষের আশীর্বাদ। এজন্য আমি আগে এই জায়গায় আসতে পেরেছি। আজকে আমার কোন আক্ষেপ নেই, সব জায়গায় আমি আমার জীবনকে আমার দর্শনকে সঠিকভাবে পরিচালিত করতে পেরেছি। জানালেন সুকুমার ভাদুড়ী

এই মুহূর্তে

আরও পড়ুন