Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeকলকাতাKolkata: 'দশ কা দম'; মাত্র ১০ টাকায় চেটেপুটে, রাজ্যের বুকে বিরাট উদ্যোগ

Kolkata: ‘দশ কা দম’; মাত্র ১০ টাকায় চেটেপুটে, রাজ্যের বুকে বিরাট উদ্যোগ

দিন দিন হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। একসময় ১০ টাকা দিয়ে থলে ভর্তি বাজার হয়ে যেত। এখন সেই টাকা দিয়ে কিছু কিনলে ব্যাগের এক কোনায় পড়ে থাকে! এই আবহে বড় উদ্যোগ নিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। মাত্র ১০ টাকার বিনিময়ে এবার বাড়িতে পৌঁছে যাবে খাবার।

আরও পড়ুন: Kolkata Tram: ট্রাম তুলে দিতে পিচ দিয়ে লাইন ঢেকে দেওয়ার অভিযোগ উঠল ট্রাম সংস্থার বিরুদ্ধে

কোভিডকালে রাজ্যের নিম্নবিত্ত মানুষদের কাছে খাবার পৌঁছে দিতে ‘শ্রমজীবী ক্যান্টিন’ চালু করেছিল সিপিএম। এর মাধ্যমে বহু মানুষের মুখে খাবার তুলে দিয়েছিল বামেরা। পরবর্তীতে ‘মা ক্যান্টিন’ চালু করে পশ্চিমবঙ্গ সরকার। মাত্র ৫ টাকার বিনিময়ে অফিসযাত্রী, পথচলতি মানুষ এবং ফুটপাথবাসীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার নয়া উদ্যোগ নিলেন পদ্ম নেতা সজল ঘোষ।

আরও পড়ুন: Return The Shoes: প্রাক্তনের থেকে জুতো ফেরত পেলেন শিলিগুড়ির বর্তমান মেয়র

মাত্র ১০ টাকায় রাতের খাবারের বন্দোবস্ত করার উদ্যোগ নিয়েছেন বিজেপি কাউন্সিলর। এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘চেটেপুটে’। জানা যাচ্ছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে এই পদক্ষেপ শুরু হবে। এর ফলে উপকৃত হবেন উত্তর ও মধ্য কলকাতার বৃদ্ধ বৃদ্ধারা। মাত্র ১০ টাকার পরিবর্তে তাঁদের বাড়িতে খাবার পৌঁছে দেবে বিজেপি।

জানা যাচ্ছে, মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বৃদ্ধ বৃদ্ধাদের জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই রাজ্যে এমন অনেক অসহায় প্রবীণ নাগরিক রয়েছেন যারা একা থাকেন। ঠিকভাবে রান্না করতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই রাতের খাবারের বন্দোবস্ত করার এই উদ্যোগ নিয়েছেন সজল ঘোষ।

বিজেপি নেতা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, তাঁর এই উদ্যোগের সঙ্গে রাজ্য সরকারের ‘মা ক্যান্টিন’এর কোনও মিল নেই। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সজল ঘোষের প্রশংসা করে বলেন, ‘এই এলাকায় বরাবর সজল ঘোষ জনসেবামূলক কাজ করেছেন। আমাদের দল আগেও এই ধরণের জনসেবামূলক কাজ করেছে। বহু সময় বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে রান্না করার মতো পরিস্থিতি থাকে না। মূলত তাঁদের জন্যই এই উদ্যোগ। তবে আগেই বলে দিলাম, এটা কারোর পাল্টা নয়’।

এই মুহূর্তে

আরও পড়ুন