কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
ক্যানেল মোড় শিলিগুড়িতে চলছিল অবৈধ মদের দোকান। মহিলারা প্রতিবাদ করে বারবার বন্ধ করার পরেও আবার পুনরায় চালু হচ্ছিল ওই মদের দোকানগুলি। অবশেষে ক্ষিপ্ত হয়ে মহিলারা নিজেরাই উদ্যোগ নিয়ে বন্ধ করে দেন ওই মদের দোকান।
আরও পড়ুন: ‘আমাদের বাঁচতে দিন’, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের দেখে বুকফাটা কান্না মহিলাদের
প্রায় ২০ জন মহিলা সকালবেলা গিয়েই দোকানের শাটার নামিয়ে তাতে তালা বন্ধ করে দেন। মহিলারা জানালেন মদ খাওয়া তো চলতই, তার পাশাপাশি পাল্লা দিয়ে চলত, আড্ডা এবং জুয়ার আসর। মহিলাদের পাশ দিয়ে যাওয়া একপ্রকার অসম্ভব হয়ে উঠেছিল। পরিবেশ প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছিল, প্রথমে তারা দোকানে গিয়ে দোকান মালিককে অনুরোধ করেছিলেন, দোকান মালিক পরোয়া না করে দিনের পর দিন চালিয়ে যাচ্ছিল ওই দোকান। বারবার বলা হলেও কোন কাজ হচ্ছিল না।
আরও পড়ুন: স্কুলের মাঠে ব্যবসায়িক কার্যকলাপ! প্রতিবাদে সরব ছাত্র এবং অভিভাবক
মহিলারা জানিয়েছেন তাদের স্বামী, শশুর মশাই, বাবা, ভাই নিজের পরিচিতরা ওখানে গিয়ে সর্বস্ব হারাচ্ছেন। কারণ ওখানে মদের সাথে জুয়াও চলত। বাধ্য হয়েই তারা এই পদক্ষেপ নিলেন বলে জানিয়েছেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে এলাকা শান্ত করে। ওই মদের দোকানের মালিক কে আটক করেছে পুলিশ।