Sunday, 2 November, 2025
2 November
Homeআন্তর্জাতিক নিউজChina-India: ফের চিনের দূর্লভ খনিজ পেল ভারত, রফতানিতে নতুন শর্ত দিল বেজিং!

China-India: ফের চিনের দূর্লভ খনিজ পেল ভারত, রফতানিতে নতুন শর্ত দিল বেজিং!

ছ’মাস পর আবার ভারতকে বিরল খনিজ রফতানি শুরু করল চিন। তবে দিল্লির উপর কড়া শর্ত চাপিয়েছে বেজিং।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুভজিৎ মিত্র,কলকাতাঃ

আবার চীনা “রেয়ার আর্থ” ভারতে রফতানি হলো।চিন-মার্কিন বানিজ্য যুদ্ধের জেরেই প্রায় ছয় মাস যাবৎ চীনা বিরল খনিজ রফতানিতে রাশ‌ টেনে ছিল,বেজিং।তাতেই ভারত সহ বিশ্ববাজারে অমিল হয়ে পড়েছিল, চীনা বিরল খনিজ।তবে দিল্লির উপর কড়া শর্ত চাপিয়েছে বেজিং।

চীনের “বিরল খনিজ” রফতানিতে কড়াকড়ি

বিরল খনিজ রফতানিতে কড়া বিধিনিষেধ আরোপ করেছিল চিন। তার পর থেকেই আমেরিকার সঙ্গে সংঘাত শুরু হয়। চিনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুনঃ একযোগে ইস্তফা ৬৫ সিপিআই(এম) সদস্যের, লাল দূর্গে ভাঙনের সুর

দক্ষিণ কোরিয়ার মধ্যস্থতা

দক্ষিণ কোরিয়ায় চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর সেই পরিস্থিতির বদল হতে পারে বলে মনে করছেন অনেকে। ট্রাম্পও দাবি করেন, বিরল খনিজ সমস্যার সমাধান হয়েছে। আমেরিকায় বিরল খনিজ রফতানির ক্ষেত্রে আর বাধা থাকবে না বলে জানান ট্রাম্প। বৈঠকে ট্রাম্পের সঙ্গে থাকা মার্কিন প্রশাসনের এক কর্তা জানান, বিরল খনিজ নিয়ে চিনের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে আমেরিকার। তবে তার পরেও ভারতের উপর আমেরিকা সংক্রান্ত শর্ত চাপিয়ে আবার বিরল খনিজ রফতানি শুরু করল চিন।

বিশ্ববাজারে চীনা একাধিপত্য

বিরল খনিজের দুনিয়ায় চিনের একচ্ছত্র আধিপত্য রয়েছে বরাবর। আমেরিকা-সহ বিভিন্ন দেশ চিন থেকে এই পণ্য কিনে থাকে। সম্প্রতি বেজিং দেশে দেশে একটি নির্দেশিকা পাঠিয়ে জানিয়েছে, তারা বিরল খনিজ রফতানি নিয়ন্ত্রণ নীতি কার্যকর করতে চলেছে। চিনের অভিযোগ, তাদের পণ্য বিভিন্ন দেশ সামরিক খাতে কাজে লাগাচ্ছে। বিশ্ব শান্তির কথা ভেবে তাই তারা বিরল খনিজের রফতানিতে কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ ছিটেফোঁটা হলেও কিছুটা সুখবর! কমে গেল রান্নার গ্যাসের দাম

চার ভারতীয় সংস্থাকে চীনা বিরল খনিজ সরবরাহ

সাধারণত বৈদ্যুতিন যান, পুনর্নবীকরণযোগ্য শক্তির কাজে বিরল খনিজের চাহিদা তুঙ্গে। সংবাদমাধ্যম ইকনমিক টাইমস চিনের এক কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ভারতের চারটি কোম্পানিকে বিরল খনিজ সরবরাহ করবে চিন। সেই চার সংস্থা হল— হিতাচি, কন্টিনেন্টাল, জে-শিন এবং ডিই ডায়মন্ডস। তবে শর্ত হিসাবে বলা হয়েছে, চিন থেকে আমদানি করা বিরল খনিজ আমেরিকাকে রফতানি করা যাবে না। একই সঙ্গে সামরিক খাতেও ব্যবহার না-করার কথাই জানিয়েছে বেজিং।

চীনের নয়া বানিজ্যিক শর্ত

সংবাদমাধ্যম সূত্রে খবর, বিরল খনিজ রফতানির অনুমতি দেওয়ার আগে ভারতীয় সংস্থাগুলির থেকে ‘এন্ড-ইউজ়ার সার্টিফিকেট’ বা শেষ ব্যবহারকারীর শংসাপত্র চেয়ে পাঠিয়েছিল। সেই শংসাপত্র খতিয়ে দেখার পরই রফতানিতে অনুমতি দেয় বেজিং। প্রথমার্ধে চারটি সংস্থার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে চিনের বাণিজ্য মন্ত্রকের কাছে এখনও ৫০টির বেশি আবেদন জমা রয়েছে, যাদের ছাড়পত্র দেওয়া হয়নি। আশা করা হচ্ছে, ধাপে ধাপে সেই সব সংস্থার জন্য ছাড়পত্র দেবে বেজিং।

ছ’মাস পর আবার ভারতকে বিরল খনিজ রফতানি শুরু করল চিন। তবে দিল্লির উপর কড়া শর্ত চাপিয়েছে বেজিং। সেই শর্ত ভঙ্গ হলে আবার রফতানি বন্ধ হতে পারে বলে আশঙ্কা।

এই মুহূর্তে

আরও পড়ুন