Saturday, 2 August, 2025
2 August, 25
Homeসমস্তIndia Foils Pakistan Escalation Bid: শুরু হয়ে গেল যুদ্ধ! পাকিস্তানের হামলার মুখে...

India Foils Pakistan Escalation Bid: শুরু হয়ে গেল যুদ্ধ! পাকিস্তানের হামলার মুখে ভয়ঙ্কর প্রত্যাঘাত ভারতের

এবার সরকারি বিবৃতি দিয়ে জানানো হল, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আঘাত করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভারতের ১৫ শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন-মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের! রুখে দিল ভারত । টার্গেট করা হয়েছিল শ্রীনগর, পাঠানকোট, চণ্ডীগড়, ভাটিন্ডা, আদমপুর, লুধিয়ায়ানা, অবন্তীপোরা, জম্মু, জলন্ধর, অমৃতসর সহ ১৫টি জায়গা। কাল রাতে হামলার চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে। হামলার আঁচ পেয়ে সক্রিয় হয় ভারতীয় সেনা। রাশিয়া থেকে কেনা এস-৪০০ সিস্টেম পাক মিসাইলগুলিকে ধ্বংস করে। পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করা হয়েছে ইন্টিগ্রেডেট কাউন্টার এয়ার ডিফেন্স সিস্টেমে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে।

আরও পড়ুন: নাস্তানাবুদ পাকিস্তান নিজের ঘরেই, করাচি-রাওয়ালপিন্ডি সহ পাকিস্তানের ১০ শহরে লাগাতার বিস্ফোরণ!

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ পর্যটক সহ ২৬ জন। তারপর থেকে ক্ষোভে ফুঁসছে ভারত। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। পালটা জবাব দিয়েছে পাকিস্তানও। মঙ্গলবার গভীর রাতে পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে নামে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালানো হয়। সামরিক অভিযান চালিয়ে ৯টি জঙ্গিঘাঁটি নিকেশ করেছে ভারত। মৃত্যু হয়েছে প্রায় শতাধিক জঙ্গির। গুঁড়িয়ে গিয়েছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গিঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র। এই অপারেশনের পর পালটা ভারতের ১৫ জায়গাকে টার্গেট করে পাকিস্তান।

 LIVE UPDATE

08 May 2025 03:35 PM (IST)

লাহোরে পাক ডিফেন্স সিস্টেম ধ্বংস ভারতের

এবার সরকারি বিবৃতি দিয়ে জানানো হল, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আঘাত করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সিস্টেম।

  • 08 May 2025 03:07 PM (IST)

পাক হামলায় মৃত ভারতের পাঁচ শিশু, তিন মহিলা

কেন্দ্রের তরফে দেওয়া সরকারি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলার চেষ্টা করছে পাকিস্তান। শুধু তাই নয়, পাকিস্তানের হামলায় পাঁচ শিশু, তিন মহিলা সহ ১৬ জনের মৃত্য হয়েছে।

  • 08 May 2025 03:01 PM (IST)

সীমান্তে মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের

ভারতের সামরির অভিযানের পর থেকেই ভারতে আঘাত করার চেষ্টা করে চলেছে পাকিস্তান। ভারত নিশানা করেছিল পাক জঙ্গিদের। কিন্তু পাকিস্তানের নিশানায় ভারতের সাধারণ মানুষ। বুধবারই মৃত্যু হয়েছে অন্তত ১৫ জন গ্রামবাসীর। সূত্রের খবর, শুধুমাত্র শেলিং নয়, মিসাইল হামলারও চেষ্টা চালিয়েছে পাকিস্তান।

সামরিক অভিযানে পাকিস্তানের কোনও সেনাঘাঁটিতে আঘাত করেনি ভারত। তবে বার্তাটা একেবারে স্পষ্ট ছিল যে, ভারতের সেনাঘাঁটিকে নিশানা করা হলে ছেড়ে কথা বলবে না নয়া দিল্লি। এবার শুরু সেই চরম সংঘাত। সরকারি বিবৃতিতে জানিয়ে দেওয়া হল, পাকিস্তানে পরপর ড্রোন হামলা চালাচ্ছে ভারত। ধ্বংস করে দেওয়া হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম।

এই মুহূর্তে

আরও পড়ুন