গোটা ভারতে ট্রেন্ডিং ‘বয়কট ইন্ডিয়া বনাম পাকিস্তান’। মাঠে নেমে একে অপরের সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাক অধিনায়ক সলমন আলি আঘা। সবমিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রণংদেহি মেজাজ। কিন্তু যুদ্ধ-হামলা-ঘৃণার পরেও ভারত-পাক ম্যাচে বেঁচে রইল এক টুকরো মানবিকতা। যখন দেখা গেল, গ্যালারিতে একে অপরকে জড়িয়ে ধরছেন ভারত এবং পাকিস্তানের দুই সমর্থক।
আরও পড়ুনঃ ‘রিটার্ন গিফ্ট’ গোটা দেশ ও ভারতীয় সেনাকে সূর্যর
রবিবারের ম্যাচে টস হারেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। কিন্তু রবিবারের টসে সলমনের সিদ্ধান্ত যে কতখানি ভুল ছিল, সেটা অবশ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তাঁর সতীর্থরাই। ভারতীয় স্পিনারদের সামনে একেবারে দিশেহারা হয়ে পড়ে গোটা পাক ব্রিগেড। প্রথম ওভারেই হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হয়ে যান ওপেনার সাইম আয়ুব। দ্বিতীয় ওভারে জশপ্রীত বুমরাহর শিকার মহম্মদ হ্যারিস।
পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকরা। সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় ধরা পড়ে, হতাশ পাক সমর্থককে খানিক কটাক্ষ করেই এক ভারতীয় সমর্থক সেলিব্রেশনে মেতেছেন। কিন্তু সেলিব্রেশন করেই থেমে থাকেননি তিনি। সঙ্গে সঙ্গেই দেখা যায়, পরপর উইকেট হারিয়ে ভেঙে পড়া পাক সমর্থককে চাঙ্গা করতে জড়িয়ে ধরে উৎসাহ দিচ্ছেন ভারতীয় সমর্থক। দুই ‘শত্রু’ দেশের সমর্থকের এমন মিষ্টি মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
আরও পড়ুনঃ ‘হিংসায় মদতদাতাদের ছাড় নয়’, হুঙ্কার সুশীলার
তবে মাঠে নেমে একেবারে রণংদেহি মেজাজে ভারত-পাকিস্তান। প্রথম ইনিংসে কার্যত একপেশেভাবে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। তবে ভারত-পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রতিনিয়ত পরমাণু বোমা ফেলার হুমকি পাক নেতৃত্বের, সাধারণ নাগরিকদের জন্য দুই দেশের ‘নো এন্ট্রি’-সমস্ত কিছু ভুলে গিয়েই ‘শত্রু’ সমর্থককে বুকে জড়িয়ে ধরলেন ভারতীয় সমর্থক। এমন আচরণে মুগ্ধ নেটদুনিয়ার একাংশ।