Tuesday, 29 July, 2025
29 July, 25
HomeখেলাDivya Deshmukh: শতরঞ্জ কে খিলাড়ি ১৯ বছরের দাবাড়ু, ৬৪ খোপে প্রথম মহিলা...

Divya Deshmukh: শতরঞ্জ কে খিলাড়ি ১৯ বছরের দাবাড়ু, ৬৪ খোপে প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত

চাপে পড়ে হাম্পি একটি 'ডেড ড্র' অবস্থায় ভুল চাল দেন। তাতেই বাজিমাত করেন দিব্যা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

মাত্র ১৯ বছর বয়সে বিশ্বের দরবারে ভারতীয় দাবার এক নতুন অধ্যায় রচনা করলেন দিব্যা দেশমুখ। ফিডে মহিলা দাবা বিশ্বকাপের ফাইনালে ভারতেরই অভিজ্ঞ ও এক নম্বর দাবাড়ু কনেরু হাম্পিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন দিব্যা। টুর্নামেন্টে ১৮ নম্বর বাছাই হিসেবে নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু একের পর এক অভিজ্ঞ ও রেটিংয়ে এগিয়ে থাকা খেলোয়াড়কে হারিয়ে অবিশ্বাস্যভাবে উঠে এলেন শীর্ষে।

আরও পড়ুনঃ রাজ্যে চালু হয়ে গেল নিবিড় সমীক্ষা? ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ শুরু করল কমিশন

দুই রাউন্ডের ক্লাসিক গেমে যখন জয়-পরাজয়ের নির্ধারণ হয়নি, তখন টাইব্রেকারে এগিয়ে ধরা হচ্ছিল র‍্যাপিড চ্যাম্পিয়ন হাম্পিকেই। কিন্তু সেখানেও আশ্চর্য জেদ আর ঠান্ডা মাথার কৌশলে পাশা উল্টে দেন দিব্যা। টাইব্রেকারের প্রথম গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন একটি নিখুঁত ড্র, আর দ্বিতীয় গেমে কালো ঘুঁটি নিয়েও চাপে রাখেন অভিজ্ঞ হাম্পিকে। সেখানেই আসে ভুল। এবং ইতিহাস।

 হাম্পির একাধিক ছোট ভুল কাজে লাগিয়ে ম্যাচে দখল নেন দিব্যা। এমন চাপের মুহূর্তে দিব্যার নির্লিপ্ত ভঙ্গিমা, ধৈর্য আর সুপরিকল্পিত চাল প্রশংসা কুড়িয়েছে দাবা মহলে। ম্যাচের পর অনেকের মুখেই উঠেছে এক কথা— এই মেয়েটি ভবিষ্যতের ‘গ্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট’।

আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট; ভোগান্তিতে অফিসফেরত যাত্রীরা

এই জয় শুধু ট্রফি জেতার মধ্যে সীমাবদ্ধ নয়— দিব্যা পেয়ে গেলেন গ্র্যান্ডমাস্টার নর্মও। কান্নায় ভেঙে পড়া সেই মুহূর্তটি শুধু আবেগ নয়, বরং এক সংগ্রামী কিশোরীর দীর্ঘ পথচলার প্রতিফলন। ভারতের প্রজ্ঞানন্দ, গুকেশের মতো দিব্যাও প্রমাণ করে দিলেন— ভারতের নতুন প্রজন্মের দাবাড়ুরা যে কোনো মঞ্চে বিপক্ষকে চমকে দিতে পারে।

 একজন সাধারণ দাবাড়ু হিসেবে বিশ্বকাপে পা রেখে যেভাবে একের পর এক তারকাকে পরাস্ত করে দিব্যা দেশের গর্ব হয়ে উঠলেন, তা নিঃসন্দেহে এক অনুপ্রেরণা হয়ে থাকবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

এই মুহূর্তে

আরও পড়ুন