Thursday, 17 July, 2025
17 July, 25
HomeদেশIndian Railways: ‘বজ্র আঁটুনি’ নিরাপত্তা; বড় পদক্ষেপ ভারতীয় রেলে

Indian Railways: ‘বজ্র আঁটুনি’ নিরাপত্তা; বড় পদক্ষেপ ভারতীয় রেলে

চালকের কামরা থেকে একেবারে শেষে গার্ড কামরা পর্যন্ত নিয়ে আসা সিসিটিভির নিরাপত্তার মোড়কে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একেবারে আঁটোসাঁটো হচ্ছে নিরাপত্তা। বড় পদক্ষেপ ভারতীয় রেলে। সম্প্রতি লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেন। সব কোচেই সিসিটিভি ক্যামেরা বসিয়ে পরীক্ষামূলক ভাবে নিরাপত্তা অভিযান সেরে নিয়েছে রেলওয়ে। বলা চলে, সাফল্যই লাভ করেছে তারা।

আরও পড়ুনঃ গোঘাটে বাজ পড়ে মহিলার মৃত্যু; গরু চড়াতে গিয়েছিলেন মাঠে

এবার সেই সাফল্যের হাত ধরেই আরও বড়় পদক্ষেপ। একেবার যাত্রীদের জন্য নিরাপত্তার একেবারে বজ্র আঁটুনি তৈরি করতে চায় তারা। রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রক জানিয়েছে, পরীক্ষামূলক কাজ মিটিছে। এবার পাকাপাকি ভাবে ভারতের প্রায় প্রতিটি ট্রেনে সিসিটিভি বসাতে চলেছে কেন্দ্র। চালকের কামরা থেকে একেবারে শেষে গার্ড কামরা পর্যন্ত নিয়ে আসা সিসিটিভির নিরাপত্তার মোড়কে।

ইতিমধ্যেই নতুন ৭৪ হাজার কোচে ও ১৫ হাজার লোকো পাইলট বা ট্রেনের চালকের কামরায় সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, প্রতিটি রেল কোচে মোট ৪টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। যার মধ্য়ে দু’টি থাকবে একেবারে কোচে প্রবে্শের মুখেই। এছাড়া পাইলটের কামরায় লাগানো হবে ৬টি সিসি ক্য়ামেরা।

আরু পড়ুনঃ দ্বিতীয় AIIMS এর দাবি; জলপাইগুড়ি শহরে বিরাট মিছিল বাংলা পক্ষর

ট্রেন একটা গতিশীল ব্যাপার। এই প্রক্রিয়াটা বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর মতো একদমই নয়। তাই সেই কথাটা মাথায় রেখে উন্নতমানের ও আধুনিক STQC সার্টিফায়েড সিসি ক্যামেরায় বাড়তি জোর দিচ্ছে কেন্দ্র। রেলমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, এমন সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, যা AI-Powered ও ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগেও স্থিতিশীল ভিডিয়ো তুলে ধরে।

এই মুহূর্তে

আরও পড়ুন