মহাকাশে আবার নিজের দাপট দেখাল ভারত। রবিবারের ভোরে ইসরো সফলভাবে উৎক্ষেপণ করল নয়া স্যাটেলাইট, ইওএস-০৯ (EOS-09)। এটি ইসরোর ১০১ তম স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান ছিল। দেশের প্রতিরক্ষা থেকে জলবায়ু পরিবর্তন- একাধিক কাজে সাহায্য করবে এই স্যাটেলাইট।
আরও পড়ুন: হিন্দুস্থান মুর্দাবাদ! তীব্র কটাক্ষের মুখে শুভেন্দু
ভোর ৫ টা ৫৯ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইওএস-০৯ উৎক্ষেপণ করে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV-C61)-র সাহায্যে এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে।
১৭১০ কেজির এই স্যাটেলাইট এবার থেকে উচ্চ রেজুলিউশনের ছবি ও তথ্য লাগাতার পাঠাবে মহাকাশ থেকে। ৫ বছর জীবনকাল এই স্যাটেলাইটের। এর অন্যতম বিশেষত্ব হল মহাকাশ থেকে পৃথিবীর সুস্পষ্ট ছবি পাঠাবে এই উপগ্রহ, তা সে যেমনই আবহাওয়া হোক না কেন। দিন ও রাতের স্পষ্ট ছবি পাওয়া যাবে। ২৪/৭ নজরদারি থাকবে এই স্যাটেলাইটের। বিপর্যয় মোকাবিলা থেকে কৃষিকাজ, শহরাঞ্চল পরিকল্পনা, এমনকী জাতীয় নিরাপত্তার কাজেও লাগবে এই স্যাটেলাইট।
আরও পড়ুন: স্লোগান ‘লাল সেলাম’! মিছিল তৃণমূলের; জোর তরজা হুগলিতে
বর্তমান পরিস্থিতিতে যেখানে ভারতের পড়শি দেশগুলিকে নিয়ে উদ্বেগ বাড়ছে, সেখানে সীমান্তে নজরদারিতে এই স্যাটেলাইট বিশেষ সাহায্য করবে। অনুপ্রবেশ রুখতে এবং সন্ত্রাস দমন অভিযানেও সুবিধা হবে এই স্যাটেলাইটের দৌলতে। দ্রুত স্যাটেলাইট ছবি ও তথ্য পাঠানোয় বন্যা, ঘূর্ণিঝড়, ধসের সময় উদ্ধারকাজেও সাহায্য হবে।