Tuesday, 4 November, 2025
4 November
Homeউত্তরবঙ্গSiliguri: হাতে ভুয়ো আধার কার্ড, শিলিগুড়িতে পাকড়াও ইন্দোনেশিয়ান মহিলা

Siliguri: হাতে ভুয়ো আধার কার্ড, শিলিগুড়িতে পাকড়াও ইন্দোনেশিয়ান মহিলা

একটু চেপে ধরতেই বেরিয়ে আসে সব সত্যি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ 

ভারতের পরিচয়পত্র ব্যবহার করে একাধিক দেশে ভ্রমণ। অবশেষে পানিট্যাঙ্কি এলাকা থেকে এসএসবির জালে ইন্দোনেশিয়ার তরুণী। কিন্তু কেন ভুয়ো নথি ব্যবহার করে ভারতীয় সেজে দেশ-বিদেশ সফর? নেপথ্যে কোনও চক্র? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ সাহুডাঙ্গী হাট পিকে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত

জানা গিয়েছে, ওই তরুণীর না নি কাদেক সিসিয়ানি। তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা। এসএসবি সূত্রে খবর, নিয়োমান মুরনি পরিচয় দিয়ে ভারত-নেপাল সীমান্তে ঘোরাফেরা করছিলেন ওই তরুণী। সন্দেহ হওয়ায় এসএসবি তাঁকে জেরা করে। তাতে সন্দেহ আরও দৃঢ় হয়। এরপর তাঁকে আটক কর তল্লাশি চালানো হয়। মেলে ইন্দোনেশিয়ার পরিচয় পত্র। এসএসবি সূত্রে খবর, এরপর চেপে ধরতেই তরুণী জানান, মুম্বইয়ের একজন এজেন্টের মাধ্যমে একটি ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে মেখলিগঞ্জের ১৫ জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার! কড়া নির্দেশ হাইকোর্টের

সূত্রের খবর, ঐ তরুণী ভুয়ো নথি ব্যবহার করে ইন্দোনেশিয়া, তুরস্ক, নেপাল এবং ভারতের মধ্যে ঘোরাফেরা করে। আন্তর্জাতিক ভ্রমণ এবং সীমান্ত অতিক্রমের জন্য বহুবার নকল পরিচয় পত্র করেন তিনি। কিন্তু কেন? তা অজানা। তবে তদন্তকারীরা নিশ্চিত যে, অসৎ কাজে লিপ্ত ওই তরুণী। সেই রহস্যভেদের চেষ্টা চলছে। টানা জেরাও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে মনে করছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, এসএসবি ওই তরুণীকে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন