ডিজিটাল মিডিয়ার যুগে ইন্টারনেট ছাড়া মানুষের জীবন প্রায় অচল। আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ইন্টারনেট। কোন দেশে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় জানেন? সম্প্রতি বিষয়টি নিয়ে এক সমীক্ষা চালিয়েছিল ‘ডেটা রিপোর্টাল’ নামে এক সংস্থা। রিপোর্টে উঠে এসেছে, ২০২৫ সালের প্রথম দিকে বিশ্বজুড়ে প্রায় ৫.৫৬ বিলিয়ন (৪৮ হাজার ৭৭৩ কোটি) মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এর নেপথ্যে রয়েছে প্রযুক্তির ব্যবহার এবং 5G ডেটা।
আরও পড়ুনঃ শরীরচর্চা সেরে কেমন জলে স্নান করা উচিৎ ঠান্ডা না কি গরম! উল্টে হতে পারে প্রাণহানি
‘ওকলা’-র তথ্য অনুযায়ী, গত দুই বছরে বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেট ব্যবহার করার গতি বৃদ্ধি পেয়েছে ৮০ শতাংশেরও বেশি। গতি বৃদ্ধির শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমির শাহি। স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের ২০২৫-এর জুনের রিপোর্ট অনুসারে, সংযুক্ত আরব আমির শাহিতে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৫৪৬.১৪ Mbps, যা বিশ্বে সর্বোচ্চ।
আরও পড়ুনঃ বিমানবন্দরের কোডনেম ‘GAY’! আপত্তি বিজেপির এক সাংসদের
ইন্টারনেট ব্যবহারের গতির তালিকায় পশ্চিম এশিয়ার দেশগুলির আধিপত্য চোখে পড়ার মতো। শীর্ষ ১০টি দেশের মধ্যে পাঁচটিই পশ্চিম এশিয়ার। এশিয়া এবং পশ্চিম এশিয়া যে গতির দৌড়ে এগিয়ে রয়েছে, তা রিপোর্ট থেকেই স্পষ্ট। উল্লেখ্য, এই তালিকায় আমেরিকার স্থান ১৪ নম্বরে, সেখানে ইন্টারনেট ব্যবহারের গড় গতি ১৬৫.৫৭ Mbps।
শীর্ষ ১০ দেশের তালিকা (২০২৫)
- সংযুক্ত আরব আমির শাহি ৫৪৬.১৪ Mbps
- কাতার ৫১৭.৪৪ Mbps
- কুয়েত ৩৭৮.৪৫ Mbps
- বাহরাইন ২৩৬.৭৭ Mbps
- ব্রাজ়িল ২২৮.৮৯ Mbps
- বুলগেরিয়া ২২৪.৪৬ Mbps
- দক্ষিণ কোরিয়া ২১৮.০৬ Mbps
- চিন ২০১. ৬৭ Mbps
- সৌদি আরব ১৯৮.৩৯ Mbps
- ডেনমার্ক ১৯৬.২৭ Mbps
মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতিতে ভারত বিশ্বের ২৬তম স্থানে রয়েছে। ভারতে মোবাইল ইন্টারনেটের গড় গতি ১৩৩.৫১ Mbps। ডিজিটাল পরিকাঠামো এবং 5G প্রযুক্তির দ্রুত প্রসারেই ভারতে ইন্টারনেট ব্যবহারের গতি ক্রমশ বাড়ছে।