Monday, 3 November, 2025
3 November
Homeরাজ্যSIR: ঘোষণা আজ! ২০০২ সালের ভোটার তালিকায় আছে আপনার নাম?

SIR: ঘোষণা আজ! ২০০২ সালের ভোটার তালিকায় আছে আপনার নাম?

এসআইআর ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলায় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি SIR-এর। তবে কমিশনের প্রস্তুতি বৈঠক, বুথভিত্তিক ম্যাপিং, আর ভোটার তালিকা ঘিরে তৎপরতা দেখে একাংশের মত, এসআইআর ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। কমিশনের হাবভাবও বলছে, বাংলাতে এবার বিশেষ নিবিড় সমীক্ষার পথে হাঁটতে পারে নির্বাচন কমিশন।

যদি সত্যিই SIR হয়, তাহলে বড় ভূমিকা নিতে পারে ২০০২ সালের ভোটার তালিকা। কারণ, কমিশন যদি বিহারের মডেল অনুসরণ করে, তাহলে বাংলাতেও শেষবারের মতো করা এসআইআর অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকাকেই ব্যবহার করা হবে ভিত্তি হিসেবে।

আরও পড়ুনঃ কেরিয়ারে বড় উন্নতি, আচমকা অর্থলাভ, শুক্লা ষষ্ঠীতে ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

প্রশ্ন হচ্ছে, ২০০২ সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, সেটা জানবেন কীভাবে? উত্তর দেবে আপনার মুঠোফোন।

প্রথমেই আপনার মোবাইলে খুলে নিন গুগল। সেখানে লিখুন “2002 West Bengal Voter List”। অথবা সরাসরি ক্লিক করুন এই লিঙ্কে ceowestbengal.nic.in/Roll_dist

লিঙ্ক খুললেই আপনার সামনে ভেসে উঠবে একাধিক জেলার নাম। একদম উপরে লেখা থাকবে “২০০২ ভোটার তালিকা”। এবার আপনি নিজের জেলা ও বিধানসভা কেন্দ্র বেছে নিতে পারবেন।

আরও পড়ুনঃ ঘোষণা সোমবার! বিকেলে সাংবাদিক বৈঠক, ঘোষণা হবে SIR?

ধরা যাক, আপনি কলকাতার ভোটার। তাহলে প্রথমে ক্লিক করুন ‘Kolkata’। পরের পেজে দেখবেন আপনার বিধানসভা কেন্দ্রগুলির তালিকা দেখাচ্ছে। সেখানে নিজের বিধানসভা কেন্দ্রের উপর ক্লিক করলে পৌঁছে যাবেন ভোটকেন্দ্রের তালিকায় অর্থাৎ যে স্কুল বা ভবনে গিয়ে আপনি ভোট দেন।

এরপর সেই বুথের পাশে থাকা ‘Final Roll’ বা চূড়ান্ত তালিকাতে ক্লিক করলেই খুলে যাবে ২০০২ সালের ভোটার তালিকা। সেখান থেকে খুঁজে নিতে পারবেন আপনার নাম, পরিবারের সদস্যদের নাম, এমনকি প্রতিবেশীর নামও।

কমিশন সূত্রে খবর, এবার যদি এসআইআর হয়, তাহলে এই পুরনো তালিকাই হতে চলেছে মূল হাতিয়ার। তাই আগে থেকেই নিজের নাম দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

এই মুহূর্তে

আরও পড়ুন