নিজস্ব প্রতিনিধি, যশপাল সিং, খোয়াই:
ভারত-বাংলা সীমান্তবর্তী মহকুমা খোয়াই। মাদক চোরাচালান ও পাচারের জন্য একটি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। শনিবার খোয়াই থানার ওসি সুবীর মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই বনকর এলাকায় এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কাজল তাঁতীর বাড়িতে অভিযান চালায়।
আরও পড়ুন: প্রবীণ নাগরিকের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি শ্রীপর্ণা রায়ের
যদিও পুলিশের আঁচ পেয়ে কাজল তাঁতী তার বাড়ি থেকে পালিয়ে যায়। তবুও পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি সাবানের বাক্সে মজুত প্রচুর পরিমাণে মারাত্মক ব্রাউন সুগার উদ্ধার করে। পাশাপাশি দুটি মোবাইল ফোন, ব্যাংক পাস-বই, জাল আই-কার্ড এবং প্যান কার্ডও উদ্ধার করে। পুলিশ সূত্র জানা যায় যে মাদক ব্যবসায়ী কাজল তাঁতী পুলিশের অভিযানের আগে পালিয়ে গেলেও পরে তাকে লালছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: আগামীকাল রাজ্যে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআই’র
তার বিরুদ্ধে এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং রাজ্যের অভ্যন্তরে এবং বাইরের অন্যান্য অংশের সাথে খোয়াইয়ের মাদক চোরাচালান নেটওয়ার্কের বিস্তারিত জানতে তাকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ চলছে।