Thursday, 16 October, 2025
16 October
Homeলাইফ-স্টাইলPublic Toilet: রাস্তার ধারের শৌচাগার ব্যবহার করেন? এই নিয়মগুলি না মানলে হতে...

Public Toilet: রাস্তার ধারের শৌচাগার ব্যবহার করেন? এই নিয়মগুলি না মানলে হতে পারে বড় বিপদ

রাস্তার ধারের শৌচাগার মানেই জীবাণুর আতুঁরঘর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রকৃতির ডাক এলে, সে ডাক উপেক্ষা করা কোনও ভাবেই সম্ভব নয়। তাই রাস্তাঘাটে থাকলেও, প্রস্রাবের বেগ এলে সাধারণ শৌচাগারে যাওয়া ছাড়া উপায় নেই। তবে রাস্তার ধারের শৌচাগার মানেই জীবাণুর আতুঁরঘর। কারণ বহু মানুষ এই রাস্তার ধারের শৌচাগার ব্যবহার করেন। ফলে বিভিন্ন ধরনের সংক্রমণের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়াও যায় না।

আরও পড়ুনঃ শৈবতীর্থ তারকেশ্বরে উলটপুরাণ; ব্যতিক্রমী ঘটনা ঘটাল উদয়ন সিনেমা

অনেকেই ভাবেন যৌনরোগ কিংবা ‘ইউটিআই’-এর মতো মূত্রনালির মতো সংক্রমণ ছড়াতে পারে এ ভাবে। তবে এই ধারণা যে পুরোটা সত্যি নয়, তেমনটাই জানিয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সংস্থা। তাদের মতে, কোথাও স্পর্শ না করলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা কম। তবে কমোডে বসতে হলে কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন। সেগুলি কী?

১) রাস্তাঘাটের শৌচাগার ব্যবহারের ক্ষেত্রে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা জরুরি। কমোডে বসার আগে এই স্প্রে ছড়িয়ে নিন উপরে। ফ্লাশ করে তার পর ব্যবহার করুন। এতে জীবাণু সংক্রমণের আশঙ্কা কমবে। এড়ানো যাবে সংক্রমণও।

আরও পড়ুনঃ আপনার আমার কাছে টাকাই সব! অথচ সন্তানের জন্য এক শতাংশ রেখে প্রায় ২০ হাজার কোটি ডলার বিলিয়ে দিচ্ছেন বিল গেটস!

২) ব্যাগে সব সময় একটা স্যানিটাইজার রাখা জরুরি। বিশেষ করে রাস্তার শৌচাগারের কমোড ব্যবহারের পরে অবশ্যই হাতে স্যানিটাইজার মাখা জরুরি। সম্ভব হলে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার সুযোগ থাকলে, অবশ্যই সেটা করুন। তবে জনসাধারণের জন্য নির্ধারিত শৌচালয়ে হ্যান্ডওয়াশ থাকবে, তেমন আশা করা বৃথা। তাই সঙ্গে হ্যান্ডওয়াশ রাখতে পারেন।

৩) শৌচালয়ে গিয়ে কল চালানো, ফ্লাশ করতে অথবা দরজার হাতল ধরার প্রয়োজন হলে টিস্যু দিয়ে ধরুন। হাত দিয়ে কখনও স্পর্শ করবেন না। কোথাও স্পর্শ করার পর হাত পরিষ্কার না করে চোখেমুখে হাত দেবেন না।

৪) শৌচালয়ের মেঝেতে ভুলেও ব্যাগ রাখবেন না। দরজার হাতল কিংবা ছিটকিনিতে ব্যাগ ঝুলিয়ে রাখুন। তবে শৌচালয় থেকে বেরিয়েই সেগুলিতে স্যানিটাইজার স্প্রে করে নিন। তবে বাড়ি ফিরে ভিজে কাপড় দিয়ে ব্যাগের গায়ে ভালো করে বুলিয়ে নিতে ভুলবেন না।

এই মুহূর্তে

আরও পড়ুন