মায়ের বিদায় হল চোখের জলে। পিছু ছাড়ল না বৃষ্টিও। নিম্নচাপের প্রভাবে দশমী-একাদশীতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। এবার দক্ষিণবঙ্গের জন্য নতুন বিপদসঙ্কেত। কমলা সতর্কতা জারি করল ডিভিসি।
আরও পড়ুনঃ মিটল দুর্গাপুজো, সর্বার্থ সিদ্ধি যোগে কার কেমন কাটবে একাদশী?
দুর্গাপুজো শেষ হতে না হতেই ফের জল ছাড়ছে ডিভিসি। ৬৫ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। এতে বিপদ বাড়বে বাংলার। এমনিতেই নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা ঝাড়খণ্ডে। ডিভিসি আরও বেশি জল ছাড়লে প্লাবনের আশঙ্কা দেখা দিতে পারে দক্ষিণবঙ্গে।
বঙ্গোপসাগরের উপরে যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ইতিমধ্যেই ওড়িশার গোপালপুর হয়ে স্থলভাগে ঢুকেছে। বর্তমানে গোপালপুর উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে যেমন তুমুল বৃষ্টি হবে, তেমনই উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
আরও পড়ুনঃ দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল গাড়ি, পিষে মৃত্যু ৩ জনের
উত্তরবঙ্গের পর্যটকদের জন্য বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ-সিকিমে আগামী ৩ দিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত পাহাড় ও ডুয়ার্সে প্রবল বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, সিকিমে ধস নামতে পারে। পাহাড়ি নদীতে আচমকা হড়পা বানের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিকিম, ভুটানের জলে বিপদ আরও বাড়তে পারে।